ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

রায় ঘোষণার পর বিএনপির জরুরী বৈঠক : হাসিনার ফাঁ/সি নিয়ে কোন দল কী বলছে

২০২৫ নভেম্বর ১৮ ১৬:৫৬:১১

রায় ঘোষণার পর বিএনপির জরুরী বৈঠক : হাসিনার ফাঁ/সি নিয়ে কোন দল কী বলছে

একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ অপেক্ষায় দেশ। মানবতাবিরোধী অপরাধের আলোচিত মামলায় জাতীয় ট্রাইব্যুনালের সর্বোচ্চ রায় ঘোষণার পর মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘোষিত রায় ঘিরে এখন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল—সবখানেই আলোচনা টানটান।

বড় দলগুলোর প্রতিক্রিয়া: আলাদা সুর, একই দাবিবিপক্ষ জোটের বক্তব্য: “দীর্ঘ সংগ্রামের বিচার মিলেছে”

রায়ের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় প্রধান বিরোধী জোট গণতান্ত্রিক সম্মিলন ফোরাম (জিএসএফ)। গুলশানের বৈঠক শেষে দলটির মহাসচিব বলেন—“দীর্ঘ দমন-পীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে যে লড়াই জনগণ করেছে, আজকের রায় সেই ইতিহাসের ন্যায্য প্রতিফলন।”তাদের দাবি, অতীতের রাজনৈতিক নির্যাতনের শিকার অসংখ্য পরিবার আজ স্বস্তি পেয়েছে। পাশাপাশি তারা চায় ভবিষ্যতে এই বিচারব্যবস্থা যেন সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয়।

নাগরিক অধিকার পার্টির দাবি: ‘রায় দ্রুত কার্যকর করা হোক’

নাগরিক অধিকার পার্টি (এনএপি) রায় কার্যকরে সর্বোচ্চ গতি চায়। দলটির আহ্বায়ক স্পষ্ট ভাষায় বলেন—“এক মাসের বেশি সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ট্রাইব্যুনালের রায় দ্রুত কার্যকর করা দেশ ও জাতির স্বার্থে জরুরি।”তারা রাজধানীতে বিক্ষোভ মিছিল করে রায় কার্যকরের দাবি তুলে ধরে।

ধর্মভিত্তিক সংগঠনগুলোর অবস্থান: “শহীদ পরিবারের এখন স্বস্তির সময়”

বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন রায়কে স্বাগত জানিয়ে বলেছে—“এই রায়ের মাধ্যমে নির্যাতিত পরিবারগুলো অন্তত ন্যায়বিচারের আলো দেখেছে।”তারা মনে করে, রায় বাস্তবায়ন ভবিষ্যতের ক্ষমতাবানদের জন্যও গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে থাকবে।

ছোট দলগুলোর সমর্থন

বেশ কিছু আঞ্চলিক ও ক্ষুদ্র রাজনৈতিক দলও ঐতিহাসিক এই রায় কার্যকরের পক্ষে মত দিয়েছে। তাদের বিশ্বাস—দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটাতে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশজুড়ে প্রধান প্রশ্ন: রায় বাস্তবায়ন কবে?

ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে দেশে রাজনৈতিক উত্তাপ চরম পর্যায়ে পৌঁছেছে। এখন সবার একটাই প্রশ্ন—“আইনগত প্রক্রিয়া শেষে রায় কার্যকর হতে কত সময় লাগবে?”জাতীয় আলোচনার কেন্দ্র এখন কেবল এই বিষয়টিই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত