ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করছেন তিন সদস্যের বেঞ্চ

২০২৫ নভেম্বর ১৭ ১৪:০৯:৩৩

হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করছেন তিন সদস্যের বেঞ্চ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি আজ গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুদিন ধরে যে মামলার অপেক্ষায় ছিল পুরো দেশ, সেই রায় ঘোষণার কার্যক্রম এবার সরাসরি সম্প্রচার করা হচ্ছে ট্রাইব্যুনাল–১-এর এজলাস থেকে।

সোমবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আনুষ্ঠানিকভাবে রায় পাঠ শুরু করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, রায় পড়তে সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রসিকিউশন পক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে এসেছে।

মামলার অন্যতম অভিযুক্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনো পলাতক। অন্য আসামি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। মামুন রাজসাক্ষী হওয়ায় তার ব্যাপারে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে, যদিও তার আইনজীবী খালাস চেয়েছেন।

নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে। পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও অবস্থান নিয়েছে। রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর–শিক্ষাভবন সড়ক জনসাধারণের জন্য সীমিত করে দেওয়া হয়।

মামলার অগ্রগতি ও সাক্ষ্যপ্রমাণ

এই মামলায় ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ৯ দিন ধরে চলে প্রসিকিউশন ও ডিফেন্সের যুক্তিতর্ক। ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার মামলার নথির মধ্যে দুই হাজারের বেশি পৃষ্ঠা তথ্যসূত্র, ৪ হাজার পৃষ্ঠা দালিলিক প্রমাণ এবং ২ হাজার ৭০০–র বেশি পৃষ্ঠায় অন্তর্ভুক্ত রয়েছে শহীদদের তালিকা। তদন্ত সংস্থা গত ১২ মে এ প্রতিবেদনের পূর্ণাঙ্গ কপি প্রসিকিউটরের কাছে জমা দেয়।

অভিযোগসমূহ

প্রসিকিউশন পক্ষ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উত্থাপন করে, যার মধ্যে রয়েছে—

উসকানি

মারণাস্ত্র ব্যবহার

আবু সাঈদ হত্যা

চানখাঁরপুলে হত্যাকাণ্ড

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনা

দেশজুড়ে নজর এখন ট্রাইব্যুনালের রায়ের ওপর, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় যুক্ত করতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত