ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ঘোষণা করা হচ্ছে শেখ হাসিনার রায় , সরাসরি দেখুন এখানে ( Live)

২০২৫ নভেম্বর ১৭ ১২:৫২:৪৭

ঘোষণা করা হচ্ছে শেখ হাসিনার রায় , সরাসরি দেখুন এখানে ( Live)

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনকে অভিযুক্ত করে দায়ের করা এই মামলাটি অভ্যুত্থানকালীন হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা প্রথম মামলা যার রায় আজ সোমবার দেয়া হচ্ছে।

রায় ঘোষণা শুরুর পর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর এজলাস থেকে জাতির উদ্দেশে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের ইতিহাসে এই রায়কে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আইনবিদরা। সকাল থেকেই আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা, দীর্ঘ লাইনে অপেক্ষমাণ সাধারণ মানুষ ও সাংবাদিকদের ভিড়।

রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা

রায়কে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, শহরের নিরাপত্তা নিশ্চিতে আজ প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, মেটাল ডিটেক্টর ও নজরদারি ক্যামেরা।

ট্রাইব্যুনাল এলাকার চারপাশ ঘিরে রয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যানসহ সুসজ্জিত টিম। পাশাপাশি র‍্যাব, এপিবিএন, সাদা পোশাকের গোয়েন্দা—সব বাহিনীই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ট্রাইব্যুনালে বিশিষ্টজনদের উপস্থিতি

রায় ঘোষণার মুহূর্ত সরাসরি দেখার জন্য ভিড় জমিয়েছে বিভিন্ন সংগঠন ও গণঅভ্যুত্থানে জড়িতদের পরিবার।উপস্থিত ছিলেন—

জুলাই গণ–অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীএ ছাড়া আহত আন্দোলনকারীরাও ট্রাইব্যুনাল চত্বরে উপস্থিত হয়েছেন।

ঢাকায় উত্তেজনা ও বিক্ষোভ

রায়কে কেন্দ্র করে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শিক্ষার্থীদের একটি দল অবস্থান নেয়। তারা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছে।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে দেখা গেছে দুটি বড় খননযন্ত্র। সেখানেও চলছে বিক্ষোভ, যেখানে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করছে বলে জানা গেছে।যদিও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রস্তুত।

শেখ হাসিনা রায় ঘোষণার লাইভ দেখুনএখানে

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত