ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায় ইস্যুতে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশনকে ফোন, অত:পর..

২০২৫ নভেম্বর ১৭ ১২:০৭:১৯

শেখ হাসিনার রায় ইস্যুতে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশনকে ফোন, অত:পর..

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণার আগে প্রসিকিউশন টিমকে হুমকির মুখে পড়তে হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত থেকে চিফ প্রসিকিউটর এবং অন্যান্য টিমের সদস্যরা অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে ফোনের মাধ্যমে ভয়ভীতি এবং অকথ্য ভাষার সম্মুখীন হয়েছেন।

প্রসিকিউশন টিমের এক সদস্য জানিয়েছেন, হুমকিপূর্ণ কলগুলোতে বলা হয়েছে, নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেওয়া হবে। প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, “গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি দেওয়া শুরু হয়েছে। আজও কিছু ফোন পেয়েছি। অধিকাংশ কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “অসংখ্য ফোন এসেছে। একপর্যায়ে ফোন বন্ধ করতে হয়েছে। একই ভাষা ও একই কথা বারবার। তবে আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না। ভীরু ও কাপুরুষদের এমন আচরণ স্বাভাবিক।”

আজ সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা চার বাহিনীর (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব) সদস্য দ্বারা ঘিরে রাখা হয়েছে। আদালতপাড়ার গুরুত্বপূর্ণ প্রবেশপথে নিরাপত্তা কড়া অবস্থানে রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত