ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

হঠাৎ করে বাংলাদেশিদের ভিসা বন্ধ করছে বিশ্বের নানা দেশ? আসল কারণ ফাঁস

২০২৫ নভেম্বর ১৬ ১৩:২১:৫৮

হঠাৎ করে বাংলাদেশিদের ভিসা বন্ধ করছে বিশ্বের নানা দেশ? আসল কারণ ফাঁস

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে—বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহী। অথচ কোথাও কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। শিক্ষার জন্য, চাকরির জন্য, পর্যটনের জন্য কিংবা ব্যবসার উদ্দেশ্যে ভিসা নিতে গিয়ে হাজারো মানুষ হরদম সমস্যায় পড়ছেন।

বিশেষ করে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ একাধিক দেশ ভিসা প্রক্রিয়া কঠোর করে ফেলেছে। অনেক দেশ আবার সরাসরি ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। এতে বিদেশ যাওয়ার স্বপ্ন থমকে গেছে হাজারো শিক্ষার্থী ও কর্মীর।

শিক্ষা ও পর্যটন খাতে বড় সংকট

অনেক যোগ্য শিক্ষার্থী বৃত্তি পাওয়ার পরও ভিসা জটিলতায় বিদেশে যেতে পারছেন না। তানজুমান আলম ঝুমার মতো অসংখ্য শিক্ষার্থী এক বছরের বেশি সময় ধরে অপেক্ষায় থেকেও ভিসা পাননি।

পর্যটন খাতে যারা নিয়মিত বিভিন্ন দেশে ভ্রমণ করতেন, তারাও এখন হতাশ। ভারত, কাতার, ওমান, সৌদি আরব, উজবেকিস্তান, ভিয়েতনামসহ কয়েকটি দেশ কার্যত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। শ্রীলঙ্কার অন-অ্যারাইভাল ভিসাও এখন ৩ দিন বিলম্ব হচ্ছে।

মারাত্মক বিশ্বাসযোগ্যতা সংকট

বিশেষজ্ঞরা বলছেন—বাংলাদেশিদের বিশ্বাসযোগ্যতা বিশ্বমঞ্চে ব্যাপকভাবে কমে গেছে।কারণগুলোর মধ্যে রয়েছেঃ

ভিসার অপব্যবহার

পর্যটন ভিসায় গিয়ে অবৈধভাবে কাজ শুরু করা

মানবপাচার চক্রের সক্রিয়তা

রাজনৈতিক দলের সমর্থকদের বিদেশে মারামারি ও অস্থিরতা তৈরি

অবৈধ অভিবাসনের প্রবণতা বৃদ্ধি

ফলে যেসব দেশ আগে সহজে ভিসা দিত, তারাও এখন সতর্ক হয়ে গেছে।

পাসপোর্ট র‍্যাংকিংয়ের করুণ অবস্থা

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের ৭ম দুর্বলতম।বাংলাদেশিরা মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন, যা খুবই সীমিত।এই দুর্বল পাসপোর্ট মর্যাদা ভিসা প্রাপ্তিকে আরও কঠিন করেছে।

ভারত কেন ভিসা দিচ্ছে না?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর ভারত বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ করে দেয়। বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটি বদলানোর সম্ভাবনা কম।

সমাধানের উপায় রয়েছে—but সময় লাগবে

বিশেষজ্ঞদের মতে—

অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা

মানবপাচারকারীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি

আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা

পাসপোর্ট ও ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়ন

এসব কার্যকরভাবে করা গেলে দ্রুত ভিসা সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত