ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন নিয়ে ড. ইউনূসের ঐতিহাসিক ঘোষণা

২০২৫ নভেম্বর ১৩ ০৯:১২:৩৫

নির্বাচন নিয়ে ড. ইউনূসের ঐতিহাসিক ঘোষণা

“বাংলাদেশ এখন এক বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে গণআন্দোলনের পর আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এটি জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ সফররত কানাডার পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কানাডার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

প্রতিনিধিদলে ছিলেন সিনেটর সালমা আতাউল্লাহজান, সংসদ সদস্য সালমা জাহিদ ও সামির জুবেরি। তারা রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদার, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং রোহিঙ্গাদের প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ

ড. ইউনূস বলেন,

“রোহিঙ্গা সংকটের আট বছর কেটে গেছে। রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়া ছাড়া এর কোনো কার্যকর সমাধান নেই। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে—তারা নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত অবস্থায় বড় হচ্ছে। এই সংকট আমাদের অর্থনীতিকেও চাপে ফেলছে।”

সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন,

“বিশ্বের উচিত রোহিঙ্গাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করা।”

এমপি সামির জুবেরি বলেন,

“বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে বন্ধন অত্যন্ত গভীর। কানাডা এখন বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৈচিত্র্যময় করতে চায়।”

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।ভাষণটি বিটিভি, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, তিনি তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত, এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারেন।

রাজনৈতিক ঐক্যে সাম্প্রতিক ভাঙন, আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড ও ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য পুনর্গঠনের আহ্বানও আসতে পারে তাঁর ভাষণে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত