ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

অবাক করা খবর: জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস মাসে মাত্র ৪,৫০০ টাকা বেতনে চাকরি করেন

২০২৫ নভেম্বর ১২ ১৮:১৩:৫২

অবাক করা খবর: জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস মাসে মাত্র ৪,৫০০ টাকা বেতনে চাকরি করেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ইমরুল কায়েস এখন সরকারি রেকর্ডে মেহেরপুরের উজলপুর ডাকঘরের ইডিএ পদে কর্মরত। মাসিক সম্মানী মাত্র ৪,৫০০ টাকা। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, যে ডাকঘরে তিনি কর্মরত বলে দেখা যায়, সেই অফিসটি বাস্তবে নেই।

স্থানীয়রা বলছেন, গ্রামে পোস্ট অফিসের কোনো অস্তিত্ব নেই। সাম্প্রতিক সময়ে একাধিক চিঠি ফেরত গেছে, এমনকি বিদেশের ভিসার কাগজও প্রেরককে পৌঁছায়নি। সরকারি রেকর্ডে ইমরুল কায়েসের নাম থাকলেও, বাস্তবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

মেহেরপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জহুরুল ইসলাম জানান, “ইমরুল আমাদের এলাকার ছেলে, তারকা ক্রিকেটার, মেহেরপুরের গর্ব। তাকে নিয়ে নেতিবাচক কিছু না লিখলেই ভালো।” বিভাগীয় ডাক পরিদর্শক অলক কুমার বিশ্বাসও জানিয়েছেন, ২০২১ সালে প্রাক্তন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশে ইমরুলকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ইমরুল কায়েস নিজেও অস্ট্রেলিয়া থেকে স্বীকার করেছেন, “গ্রাম পোস্টমাস্টারদের কাজের সঙ্গে আমার নাম যুক্ত করেছি, যাতে ডাক বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়ে। চিঠি ফেরত যাওয়ার বিষয়টি পোস্টম্যানের ভুল, আমার নয়।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, দেশের সফল ক্রিকেটার ও প্রভাবশালী পরিবারের সন্তানকে পদ দেয়ার ন্যায্যতা কতটুকু, যখন দরিদ্র ও যোগ্য যুবকরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ