ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

“বাংলাদেশ আমাকে মিস করছে: ময়ূখ রঞ্জন ঘোষ”

২০২৫ নভেম্বর ১১ ১৭:৫২:০২

“বাংলাদেশ আমাকে মিস করছে: ময়ূখ রঞ্জন ঘোষ”

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট ময়ূখ রঞ্জন ঘোষ সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “বাংলাদেশ আমাকে মিস করছে! আমিও মিস করছি।” ১০ নভেম্বর নিজের ভেরিফায়েড প্রোফাইলে তিনি এই মন্তব্যটি শেয়ার করেছেন।

ময়ূখ রঞ্জন ঘোষ আরও লিখেছেন, “বাংলাদেশ আমাকে মিস করছে! আমিও মিস করছি। কেন জানি না মনে হচ্ছে খুব শিগগিরই লাগাতার অনুষ্ঠান করতে হবে বাংলাদেশ নিয়ে। টানা অনুষ্ঠান।” তিনি আরও যোগ করেছেন, “গলার যত্ন নিচ্ছি। আগামীতে লাগাতার ভাষ্য দিতে হতে পারে। সিট বেল্ট বেঁধে নিই।”

তার পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। চার হাজারের বেশি মানুষ এতে মন্তব্য করেছেন। মন্তব্যগুলোর মধ্যে অন্যতম, সৌরভ চক্রবর্তী লিখেছেন, “ওই করেই আপনি ওই চ্যানেলের টিআরপি বাড়িয়েছেন। উভয় পারের আবেগ উস্কে। আর আমাদের সমাজের বৃহৎ অংশই আইকিউ আর ইকিউ খুব লো। তাই এই ধরনের সংবাদ খায় ও এনজয় করে।”

ময়ূখ রঞ্জন ঘোষ একজন ব্যতিক্রমী সংবাদ উপস্থাপক। বাংলাদেশ নিয়ে নিজস্ব স্টাইলে সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি আলোচনায় এসেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন। তার সংবাদ প্রকাশের ধরন, ব্যক্তিগত মতামতসহ উপস্থাপনা অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—কেউ মজা পেয়েছে আবার কেউ ক্ষুব্ধ হয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত