ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

৪৬ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত

২০২৫ নভেম্বর ১১ ০০:৩৫:১৯

৪৬ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত

মনোনয়ন ফরম বিতরণ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।গত ৬ নভেম্বর থেকে দলটি এ কার্যক্রম শুরু করেছে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।তবে মোট কতজন প্রার্থী ঘোষণা করা হবে তা এখনও স্পষ্ট নয়।

এনসিপির সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ৪৬টি আসনে প্রার্থিতা প্রায় চূড়ান্ত।

তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিবারকেন্দ্রিক রাজনীতির বিকল্প হিসেবে শিক্ষিত, সৎ ও নীতিনিষ্ঠ তরুণদের সামনে আনার উদ্যোগ নিয়েছে এনসিপি।এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন —

“আমরা দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কমিটি গঠন করছি। পাশাপাশি আসনভিত্তিক কাজের প্রস্তুতিও চলছে।”

৪৬ আসনে প্রার্থিতা প্রায় চূড়ান্ত

চূড়ান্ত বা প্রায় চূড়ান্ত প্রার্থী তালিকা:

নামপদবিআসন
নাহিদ ইসলাম আহ্বায়ক ঢাকা-১১
আখতার হোসেন সদস্যসচিব রংপুর-৪
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা ঢাকা-১০ (সম্ভাব্য)
মাহফুজ আলম তথ্য উপদেষ্টা লক্ষ্মীপুর-১
সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভোলা-১
আরিফুল ইসলাম আদীব সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা-১৪
তাসনিম জারা সিনিয়র যুগ্ম সদস্যসচিব ঢাকা-৯
মনিরা শারমিন যুগ্ম সদস্যসচিব নওগাঁ-৫
সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পঞ্চগড়-১
হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪
নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক ঢাকা-১৮
আব্দুল হান্নান মাসউদ সিনিয়র যুগ্ম সমন্বয়ক নোয়াখালী-৬
সারোয়ার তুষার যুগ্ম আহ্বায়ক নরসিংদী-২
আকরাম হুসেইন যুগ্ম আহ্বায়ক ঢাকা-১৩
আব্দুল্লাহ আল আমিন যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ-৪
নুসরাত তাবাসসুম যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া-১
মীর আরশাদুল হক যুগ্ম সদস্যসচিব চট্টগ্রাম-১৬
সালেহ উদ্দিন সিফাত যুগ্ম সদস্যসচিব (দপ্তর) ফেনী-২
মো. নিজাম উদ্দিন প্রার্থী (প্রত্যাশিত) ঢাকা-৫
মাহিন সরকার প্রার্থী (প্রত্যাশিত) সিরাজগঞ্জ-৫
মুজাহিদুল ইসলাম শাহিন প্রার্থী (প্রত্যাশিত) পটুয়াখালী-২
আতিক মুজাহিদ প্রার্থী (প্রত্যাশিত) কুড়িগ্রাম-২
আশরাফ উদ্দীন মাহাদী প্রার্থী (প্রত্যাশিত) ব্রাহ্মণবাড়িয়া-২
এস এম সাইফ মোস্তাফিজ প্রার্থী (প্রত্যাশিত) সিরাজগঞ্জ-২
জয়নাল আবেদীন শিশির প্রার্থী (প্রত্যাশিত) কুমিল্লা-১০
মোল্লা রহমতুল্লাহ প্রার্থী (প্রত্যাশিত) বাগেরহাট-৩
এহসানুল মাহবুব জোবায়ের প্রার্থী (প্রত্যাশিত) ফেনী-১
আবু সাঈদ লিয়ন প্রার্থী (প্রত্যাশিত) নীলফামারী-৪
গোলাম মর্তুজা সেলিম প্রার্থী (প্রত্যাশিত) ঠাকুরগাঁও-৩
আরিফুর রহমান তুহিন প্রার্থী (প্রত্যাশিত) ঝালকাঠি-১
সাকিল আহমাদ প্রার্থী (প্রত্যাশিত) মেহেরপুর-২
আশিকিন আলম প্রার্থী (প্রত্যাশিত) ময়মনসিংহ-৯
তুহিন মাহমুদ প্রার্থী (প্রত্যাশিত) নারায়ণগঞ্জ-৩
আব্দুল্লাহ আল ফয়সাল প্রার্থী (প্রত্যাশিত) নরসিংদী-৫
মো. মাজহারুল ইসলাম প্রার্থী (প্রত্যাশিত) ময়মনসিংহ-১০
খান মুহাম্মদ মুরসালীন প্রার্থী (প্রত্যাশিত) ঢাকা-৬
নাভিদ নওরোজ শাহ্ প্রার্থী (প্রত্যাশিত) কুমিল্লা-৬
মিরাজ মেহরাব তালুকদার প্রার্থী (প্রত্যাশিত) ময়মনসিংহ-৫
আব্দুল্লাহিল মামুন নিলয় প্রার্থী (প্রত্যাশিত) নরসিংদী-৩
মো. ইমরান হোসেন প্রার্থী (প্রত্যাশিত) ঢাকা-২
ফাহিম রহমান খান পাঠান প্রার্থী (প্রত্যাশিত) নেত্রকোনা-২
সোহেল রানা প্রার্থী (প্রত্যাশিত) মেহেরপুর-১
সাইয়েদ জামিল প্রার্থী (প্রত্যাশিত) রাজবাড়ী-২
অ্যাডভোকেট মনজিলা ঝুমা প্রার্থী (প্রত্যাশিত) পার্বত্য খাগড়াছড়ি
মোল্লা ফারুক এহসান প্রার্থী (প্রত্যাশিত) চুয়াডাঙ্গা-২

এছাড়া আরও বেশ কিছু প্রার্থী প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে, যেমন —নিজাম উদ্দিন (ঢাকা-৫), মাহিন সরকার (সিরাজগঞ্জ-৫), মুজাহিদুল ইসলাম শাহিন (পটুয়াখালী-২), আশিকিন আলম (ময়মনসিংহ-৯), আবদুল্লাহ আল ফয়সাল (নরসিংদী-৫), ইমরান হোসেন (ঢাকা-২), সোহেল রানা (মেহেরপুর-১), মনজিলা ঝুমা (পার্বত্য খাগড়াছড়ি) প্রমুখ।

বিএনপি-জামায়াত নেতাদের আসনে প্রার্থী না দেওয়ার চিন্তা

সূত্র জানায়, এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়, তবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আসনে প্রার্থী না দেওয়ার চিন্তা করছে।এনসিপির নেতারা মনে করছেন, এই তিনজনের প্রতি রাজনৈতিক সৌজন্য দেখিয়ে তাদের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা না করা হবে।

আরিফুল ইসলাম আদীব বলেন —

“আমাদের শুধু খালেদা জিয়ার বিষয়ে আলাপ হয়েছে। অন্য কারো আসন নিয়ে এখনও আলোচনা হয়নি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত