ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বিএনপির ৫ নেতা বহিষ্কার, কঠোর অবস্থানে দলীয় হাইকমান্ড

২০২৫ নভেম্বর ১০ ১৪:৫৬:৩২

বিএনপির ৫ নেতা বহিষ্কার, কঠোর অবস্থানে দলীয় হাইকমান্ড

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, হাঙ্গামা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (৯ নভেম্বর ২০২৫) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার কারণে নিম্নলিখিত ব্যক্তিদের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হলো।”

বহিষ্কৃত নেতারা হলেন —

1 আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), আহ্বায়ক, গৌরীপুর উপজেলা বিএনপি (ময়মনসিংহ)2 তাজুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক3 মাসুদ পারভেজ কার্জন, সদস্য4 সুজিত কুমার দাস, সদস্যসচিব, গৌরীপুর পৌর বিএনপি5 মনিরুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক

দলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি শৃঙ্খলাবিধি অনুযায়ী কেউ যদি দলবিরোধী কার্যকলাপ, সহিংসতা বা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপির এই সিদ্ধান্ত দলের ভেতরে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ধরে রাখার প্রচেষ্টারই অংশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত