ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সোনার দামের নতুন রেকর্ড,জেনেনিন ২২ ক্যারেট সোনার দাম

২০২৫ নভেম্বর ০৮ ০৯:১৭:৪৩

সোনার দামের নতুন রেকর্ড,জেনেনিন ২২ ক্যারেট সোনার দাম

বিশ্ববাজারে আবারও সোনার দাম ঊর্ধ্বমুখী: যুক্তরাষ্ট্রের সুদ হার হ্রাস ও সরকারি অচলাবস্থা প্রধান কারণ

বিশ্ব অর্থনীতিতে আবারও উত্থান ঘটেছে স্বর্ণের দামে। যুক্তরাষ্ট্রের সুদের হার হ্রাস এবং দীর্ঘমেয়াদি সরকারি অচলাবস্থার প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক বাজারে এই মূল্যবান ধাতুর দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের বর্তমান অবস্থা

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ সময় সকাল ৯টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্সে ৪,০১০.৭২ মার্কিন ডলারে পৌঁছেছে—যা আগের দিনের তুলনায় প্রায় ০.৮ শতাংশ বেশি।একই সময়ে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,০১৯.৫০ ডলার।

ফেড রিজার্ভের সুদ হার হ্রাস: মূল চালিকা শক্তি

বিশ্লেষকদের মতে, সোনার দামের এই ঊর্ধ্বগতির মূল কারণ যুক্তরাষ্ট্রের ফেড রিজার্ভের আসন্ন সুদ হার হ্রাসের সম্ভাবনা।অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে চাকরি হারানোর ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে, যা ফেডকে সুদের হার কমাতে উৎসাহিত করছে। বর্তমানে ডিসেম্বর মাসে ফেড রিজার্ভের পক্ষ থেকে সুদ হার হ্রাসের সম্ভাবনা ৬৭ শতাংশ, যা কিছুদিন আগেও ছিল প্রায় ৬০ শতাংশ।

যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা ও অনিশ্চয়তা

এদিকে কংগ্রেসের দীর্ঘমেয়াদি অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র ইতিহাসের অন্যতম দীর্ঘ সরকারি শাটডাউনের মুখে পড়েছে। সরকারি কার্যক্রম বন্ধ থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা স্বর্ণে বিনিয়োগের প্রবণতা বাড়িয়েছে।

এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন,

“বর্তমান বাজারের মূল মনোযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাক্রোইকোনমিক সূচক ও সরকারি অচলাবস্থা কবে কাটবে সেটির ওপর। তথ্যপ্রবাহ বন্ধ থাকায় বিনিয়োগকারীরা এখন বেসরকারি খাতের তথ্যের ওপর নির্ভর করছেন।”

অন্যান্য মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি

শুক্রবার সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে

ধাতুপরিবর্তনের হারবর্তমান মূল্য (প্রতি আউন্সে)
সিলভার ১.২% বৃদ্ধি ৪৮.৫৮ ডলার
প্লাটিনাম ০.৪% বৃদ্ধি ১,৫৪৭.৪৫ ডলার
প্যালাডিয়াম ০.৭% বৃদ্ধি ১,৩৮৪.১৮ ডলার

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত