ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ব্যাপক

২০২৫ নভেম্বর ০৮ ০৮:০৬:১৫

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ব্যাপক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই গ্রামের কিশোররা ফকিরহাটি গ্রামের মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফকিরহাটি গ্রামের এক কিশোর দক্ষিণ আড়িফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে।এ ঘটনার জেরে সন্ধ্যায় উভয় গ্রামের শতাধিক লোক টেঁটা, বল্লম, দা, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়।

সংঘর্ষের বিবরণ

ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ আর চিৎকারে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। খোলা ধানক্ষেতে দুই গ্রামের লোকজন ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের ভূমিকা

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন,

“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”

স্থানীয়দের দাবি

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেলাধুলাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ সরাইলে নতুন নয়। প্রতিবারই প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক শান্তি ফিরে আসে, তবে স্থায়ী সমাধান মিলছে না।

বিষয়বিবরণ
স্থান দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
সময় শুক্রবার, ৭ নভেম্বর, সন্ধ্যা
কারণ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ
আহত প্রায় ২০ জন
অস্ত্র টেঁটা, বল্লম, লাঠি, ইটপাটকেল
নিয়ন্ত্রণে সরাইল থানা পুলিশ

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত