ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
হঠাৎ আরও বেড়ে গেলো পেঁয়াজের দাম, ভোক্তাদের দুশ্চিন্তা
সবজির দাম কমে বাজারে যখন কিছুটা স্বস্তি ফিরেছিল, তখন হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় ভোক্তাদের আবারও বিপাকে ফেলেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ শতাংশ পর্যন্ত। বর্তমানে রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
সরবরাহে ঘাটতি নয়, বাজারে কারসাজি
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহে বড় কোনো ঘাটতি না থাকলেও একটি অসাধু ব্যবসায়ী চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। তারা দাবি করছেন, সরকার যদি দ্রুত বাজার মনিটরিং জোরদার না করে, তাহলে এই মূল্যবৃদ্ধি আরও তীব্র হতে পারে।
সবজির বাজারে স্বস্তি, কিন্তু পেঁয়াজে বিপত্তি
রামপুরা, বাড্ডা, মহাখালী ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, আগাম শীতকালীন সবজির সরবরাহে ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। বেগুন, শিম, করলা, লাউ, বরবটি, ঢেঁড়সসহ বেশিরভাগ সবজির দাম ৪০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত কমেছে।তবে ক্রেতাদের মতে, সবজিতে যেটুকু স্বস্তি এসেছে, তা পেঁয়াজের দামেই মুছে যাচ্ছে।
ক্রেতা-বিক্রেতাদের মতামত
বাড্ডা বাজারের বিক্রেতা মো. মাহাদী হাসান বলেন, “শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে, কিন্তু পেঁয়াজে আবার বিপত্তি।”ক্রেতা লিজা আক্তার বলেন, “অনেকদিন পর ব্যাগভর্তি সবজি কিনতে পারছি, কিন্তু পেঁয়াজের দাম আবার সব হিসাব গুলিয়ে দিচ্ছে।”
সিন্ডিকেট ও সরকারের দায়িত্ব
ভোক্তা সংগঠন ‘ভলান্টারি কনজ্যুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি’-এর নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল বলেন, “পেঁয়াজের বাজারে সিন্ডিকেট সক্রিয় হয়েছে। সরকারকে তদারকি বাড়াতে হবে এবং দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।”
আড়তে দাম লাফিয়ে বাড়ছে
কারওয়ান বাজারের আড়তদার মো. জালাল উদ্দিন জানান, “দেশি পেঁয়াজের দাম আড়তে কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা বেড়েছে।”
শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ বলেন, “দেশে কৃষকের হাতে পেঁয়াজ শেষের পথে। তাই দ্রুত আমদানির বিকল্প নেই।”
উৎপাদন এলাকাতেও আগুন
পাবনা ও রাজবাড়ী অঞ্চলের পাইকারি বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ছিল ৬০–৭০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০৫–১১০ টাকায়। পাইকারিতে প্রতি মণ পেঁয়াজ ৩৭০০ থেকে ৪১০০ টাকায় বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরির মূল্য জানুন
- পাল্টে গেলো সোনার দাম : ২২ ক্যারেট সোনা ও রুপার দাম জেনেনিন
- এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত
- পাল্টে গেলো আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর, ২০২৫
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার
- রাতারাতি সোনার দামে বড় পরিবর্তন, সোনার নতুন দাম দেখে নিন
- একলাফে কমে গেলো সোনার দাম : আজ থেকে কম দামে মিলবে স্বর্ণ
- এলো-মেলো হয়ে যাচ্ছে স্বর্ণের দাম : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ
- বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর পেঁয়াজের কেজি কত হলো, জেনেনিন
- পাল্টে গেলো সোনার দাম ; আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
- রাতারাতি ১২ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম,জেনেনিন ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত বেতন বাড়লো
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল