ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

চরম বিপদে দেশবাসী : ২২ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ

২০২৫ নভেম্বর ০৬ ১৭:৩৬:৪৯

চরম বিপদে দেশবাসী : ২২ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলসহ দেশের একাধিক এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) ২২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই জরুরি সিদ্ধান্ত মূলত পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ফলে এই সময়কালে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠানসমূহে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন থাকবে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাস সরবরাহ বন্ধের সময়সূচি হলো:

সময়কাল: ৭ নভেম্বর, সকাল ৯টা থেকে ৮ নভেম্বর, সকাল ৭টা পর্যন্ত।মোট সময়: ২২ ঘণ্টা।

গ্যাসহীন থাকবে নিম্নলিখিত এলাকা ও সংলগ্ন অঞ্চল:কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া এবং জিরাবো।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অত্যাবশ্যকীয় কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং গ্রাহকদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত