ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আমার শেষ নির্বাচন” আবেগঘন বার্তায় যা বললেন মির্জা ফখরুল

২০২৫ নভেম্বর ০৪ ১৫:৪৯:১৬

আমার শেষ নির্বাচন” আবেগঘন বার্তায় যা বললেন মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি, যেখানে জানিয়েছেন — “এটিই আমার শেষ নির্বাচন।”

ফেসবুক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লিখেছেন,

“মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সারাজীবন আমার সঙ্গে থেকেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ।”

রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লেখেন,

“আমরা যারা রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের প্রত্যেকেরই একটি গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার মেয়েরা খুব ছোট ছিল। আমার স্ত্রীও তখন তরুণী—সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারেনি আমরা কত বড় অনিশ্চয়তার পথে পা দিচ্ছি।”

তিনি আরও যোগ করেন,

“আমার মেয়েদের স্কুলে নেওয়া, হাসপাতালে নেওয়া—সব দায়িত্ব সে একাই পালন করেছে। বড় মেয়ের একবার অপারেশন হচ্ছিল, আমি ঢাকায় যাওয়ার পথে গাড়িতেই রাত কাটিয়েছিলাম, যাতে পাশে থাকতে পারি। মসজিদে বসে দোয়া করেছি। এসব গল্প শুধু আমার নয়, আমাদের হাজারো নেতা-কর্মীর।”

শেষে দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন,

“এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, তারা হতাশ হবেন না। ইনশাআল্লাহ দল আপনাদের যোগ্য মর্যাদা ও দায়িত্ব দেবে। সবাই আমার জন্য এবং দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে জনগণের পাশে থাকব ও কাজ করব।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত