ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে কাঁদছিল শিশু, হঠাৎ চড়, যা বলছে পুলিশ

২০২৫ অক্টোবর ২৫ ১৭:০৯:১৭

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে কাঁদছিল শিশু, হঠাৎ চড়, যা বলছে পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। বাবাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কাঁদতে থাকা এক শিশুকে হঠাৎ চড় মারার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

প্রায় সাত-আট বছর বয়সী মেয়েটিকে দেখা যায়, তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। অসহায় শিশুটি কাঁদতে কাঁদতে বাবার গায়ে ঝাঁপিয়ে পড়লে পাশে দাঁড়ানো এক ব্যক্তি হঠাৎ তাকে চড় মারেন। এতে মেয়েটি আরও জোরে কেঁদে ওঠে। উপস্থিত লোকজন হতবাক হয়ে তাকিয়ে থাকেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানান। একজন লিখেছেন, “একটি নিরপরাধ শিশুর ওপর এমন আচরণ অমানবিক।” অন্য একজন মন্তব্য করেন, “যে চড় মারল, সে কখনো বাবা হতে পারে না।”

অন্যদিকে, কিছু দলীয় সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগের কর্মী, এবং চড়টি মেরেছিল পুলিশ সদস্য।

তবে তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার দুই পক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক তরুণ নিহত হন। ওই ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের একজন রুস্তম, যার ছোট মেয়েকে নিয়ে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিয়ে কথা বলেন তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি বলেন,

“ভিডিওটি আমরা দেখেছি। শিশুটি বাবার কাছে গেলে কেউ একজন তাকে চড় মারে। কে মেরেছে, সেটা আমরা খতিয়ে দেখছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলোও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত