ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

গরুর মাংসের বাজারে সুখবর, বিক্রি হচ্ছে যত টাকা কেজিতে

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ২৪ ০৭:৫১:৩৫

গরুর মাংসের বাজারে সুখবর, বিক্রি হচ্ছে যত টাকা কেজিতে

নিজস্ব প্রতিবেদক: রংপুরের বাজারে নিত্যপণ্যের দামে উঠানামা চললেও গরুর মাংসের বাজারে এসেছে সুখবর। সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

বাজারদরের চিত্র

মঙ্গলবার (১৯ আগস্ট) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়—

গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭২০-৭৫০ টাকা দরে।

ছাগলের মাংস কেজি প্রতি ১০০০-১২০০ টাকা।

ব্রয়লার মুরগি সামান্য কমে হয়েছে ১৭০-১৮০ টাকা কেজি।

দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৮০-৫০০ টাকা দরে।

পেঁয়াজের দাম নেমে এসেছে ৬৫-৭০ টাকা কেজিতে।

তবে কাঁচামরিচের দাম বেড়ে সর্বোচ্চ ২৪০ টাকাতে পৌঁছেছে।

সবজি, ডিম, ডাল, চাল ও তেলের বাজারেও দেখা গেছে মিলেমিশে থাকা দাম।

ক্রেতা-বিক্রেতার মত

এক ক্রেতা জানান, “সবজির দাম কিছুটা বেশি হলেও গরুর মাংসের দাম স্থিতিশীল থাকায় স্বস্তি মিলছে।”অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় আপাতত গরুর মাংসের বাজার স্থিতিশীল রয়েছে।

অর্থাৎ, অন্যান্য পণ্যের দামের তারতম্য থাকলেও গরুর মাংসের বাজারে আপাতত বড় কোনো ঝাঁকুনি নেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত