ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

এসএসসি পাশ করেই ৬০ হাজার টাকা বৃত্তি! ৬ আগস্টের মধ্যে আবেদন করুন

২০২৫ আগস্ট ০৫ ১৬:৩৪:১২

এসএসসি পাশ করেই ৬০ হাজার টাকা বৃত্তি! ৬ আগস্টের মধ্যে আবেদন করুন

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পাস করে এইচএসসি পড়ার পথে আর্থিক সহায়তা খুঁজছেন? দেশের অন্যতম শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ২০২৫ শিক্ষাবর্ষের ডিবিবিএল শিক্ষাবৃত্তি কর্মসূচি। এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ২,৫০০ টাকা করে মোট ৬০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। এর সঙ্গে রয়েছে বই, শিক্ষাসামগ্রী ও পোশাক কেনার জন্য বাড়তি অনুদান।

কী সুবিধা মিলবে এই বৃত্তিতে?

বৃত্তির সুবিধাপরিমাণমেয়াদ
মাসিক বৃত্তি ৳২,৫০০ ২ বছর (মোট ৳৬০,০০০)
বই ও শিক্ষাসামগ্রী ৳২,৫০০ প্রতি বছর
পোশাক খরচ ৳১,০০০ প্রতি বছর

কারা আবেদন করতে পারবেন?সিটি করপোরেশন বা জেলা শহরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ছাড়া) হতে হবে।

গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৮৩ বা তদূর্ধ্ব হতে হবে।

শুধুমাত্র সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সংরক্ষিত কোটা সুবিধামোট বৃত্তির ৯০% গ্রামীণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত।

৫০% বৃত্তি মেয়েদের জন্য সংরক্ষিত।

আবেদন করতে যা লাগবে (স্ক্যান কপি):রঙিন পাসপোর্ট সাইজ ছবি (নিজের ও বাবা-মায়ের)

এসএসসি নম্বরপত্র ও প্রশংসাপত্র

আবেদন করার নিয়ম

আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।

ডাক/কুরিয়ার/ব্যাংকের শাখায় কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৫

বাছাই ও ফলাফল

প্রাথমিক তালিকা প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫

নথিপত্র যাচাই: ২৬ আগস্ট – ১৫ সেপ্টেম্বর (নিকটস্থ শাখায়)

চূড়ান্ত ফলাফল: যাচাই শেষে অনলাইনে প্রকাশিত হবে

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: কে আবেদন করতে পারবেন?

উত্তর: ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, যথাক্রমে সিটি করপোরেশনে জিপিএ ৫.০০ এবং গ্রামে ৪.৮৩ বা তার বেশি।

প্রশ্ন ২: কত টাকা বৃত্তি পাবো?

উত্তর: দুই বছরে মোট ৬০,০০০ টাকা + বই ও পোশাক কেনার জন্য অতিরিক্ত অনুদান।

প্রশ্ন ৩: কীভাবে আবেদন করব?

উত্তর: নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

প্রশ্ন ৪: শেষ তারিখ কখন?

উত্তর: ৬ আগস্ট ২০২৫।

প্রশ্ন ৫: যারা ইতিমধ্যে অন্য বৃত্তি পান, তারাও কি আবেদন করতে পারবেন?

উত্তর: কেবলমাত্র সরকারি বৃত্তি ছাড়া অন্য বৃত্তি পেলে আবেদন করা যাবে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত