ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ভিসার অপেক্ষায় ৮,০০০০ বাংলাদেশি শিক্ষার্থী

২০২৫ মার্চ ১৩ ১৫:১৯:৪৪

ভিসার অপেক্ষায় ৮,০০০০ বাংলাদেশি শিক্ষার্থী

জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ সাল এবং ২০২৫ সালের চলতি মাস (৯ মার্চ) পর্যন্ত এসব ভিসা আবেদন করেছেন বাংলাদেশিরা শিক্ষার্থীরা। গতকাল বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের টুইটে দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন জার্মানির ভিসার জন্য আবেদন করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত