| ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ২৩ ১৭:৪১:১১
'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'

ভারত কিংবা পাকিস্তান, যে দলেরই হোক না কেন। কোন সিরিজ চলবে আর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার কোন মন্তব্য করবেনা এমন কখনো হয়নি। তাই হোক সে ভারতের কোন সিরিজ কিংবা পাকিস্তানের কোন সিরিজ।

সাম্প্রতিক ভারত সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে প্রথম টেস্ট সিরিজ শেষে মাঠে নেমেছে ওয়ানডে সিরিজ খেলতে। ইতিমধ্যে সিরিজের দুই ম্যাচ শেষ হয়ে গেছে। এই সিরিজে ১-১ এই সমতায় আছে দুই দল। এর মাঝেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন শোয়েব।

পাকিস্তানি এই গতিতারকার মতে, তাদের আমলে কোহলি এত সেঞ্চুরি করতে পারত না। তবে যেভাবে কোহলি খেলে যাচ্ছেন, তাতে অনায়াসেই তিনি কিংবদন্তী শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির মাইলফলক পেরিয়ে যাবে বলে বিশ্বাস শোয়েবের। সেজন্য তিনি কোহলিকে আরও এক দশক খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

গত পরশু দোহায় অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে দলের সঙ্গে ছিলেন শোয়েব আখতার। সেখানে বসেই তিনি জানান, ‘৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’

এটি বলেই শোয়েব থামলেন না। নিজেদের সময়কার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনুস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’

কোহলিকে খোচা দিলেও তার স্বদেশী কিংবদন্তী সুনীল গাভাস্কারের প্রশংসা করেছেন এই পাকিস্তানি পেসার। তিনি বলছেন, ‘কোহলি যদি আমাদের সময়ে থাকত, তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’

ক্যারিয়ারের শুরু থেকে দারুণ ছন্দে খেলতে থাকা বিরাট কোহলি ইতোমধ্যে সব সংস্করণ মিলিয়ে ৭৫টি সেঞ্চুরি করে ফেলেছেন। মাঝে কয়েক বছর তার সেঞ্চুরিখরা থাকলেও আবারও তিনি ফিরেছেন পুরনো ছন্দে। অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান সিরিজ দিয়ে বাকি থাকা টেস্টেও তিনি সেঞ্চুরি করেন। এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ক্রমান্বয়ে তিনি সেঞ্চুরিতে ফেরেন।

ক্রিকেট

মাঠে নামতে প্রস্তুত গেইল

মাঠে নামতে প্রস্তুত গেইল

ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ...

ফাইনালে বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন গেইল!

ফাইনালে বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন গেইল!

ক্রিস গেইল দীর্ঘদিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি তার শেষ ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

কোপার আগে ব্রাজিল শিবিরে ইনজুরির ছড়াছড়ি, নতুন করে স্কোয়াডে চারজন

কোপার আগে ব্রাজিল শিবিরে ইনজুরির ছড়াছড়ি, নতুন করে স্কোয়াডে চারজন

ব্রাজিলই প্রথম কোপা আমেরিকায় অংশগ্রহণকারী দল ঘোষণা করে। কোচ দারিভাল জুনিয়র তার প্রথম মেয়াদে কিছু ...



রে