| ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অবশেষে বিপিএল নিয়ে পূরণ হলো মাহমুদউল্লাহর ইচ্ছে

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ জানুয়ারি ১৮ ১২:৩৭:৫১
অবশেষে বিপিএল নিয়ে পূরণ হলো মাহমুদউল্লাহর ইচ্ছে

যদিও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মিনিস্টার ঢাকা তাদের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই বেছে নিয়েছে। ফলে বিপিএলের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়কের নেতৃত্বেই খেলবে তামিম-মাশরাফিরা। দলটিতে তারা ছাড়াও আছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোমের মতো জাতীয় দলে খেলা তারকারা।

দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই তারকা সমৃদ্ধ দলকে নেতৃত্ব দেয়া চাপের কিনা। মাহমুদউল্লাহ উত্তরে বলেছেন, 'না না, কোনো চাপ নেই। আমার কোনো চাপ নেই। আমি খুবই খুশি, এরকম দল পেয়েছি। আমাদের দলের সবচেয়ে ইতিবাচক দিক হলো যে, অভিজ্ঞ ক্রিকেটার অনেক। পাশাপাশি, ম্যাচ উইনারও অনেক আছে। এটা গুরুত্বপূর্ণ। তবে দিনশেষে, দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। দল হিসেবে ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।'

বিপিএলের সাত আসরের প্রত্যেকটিতে খেলেছেন মাহমুদউল্লাহ। যদিও ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন তার সুপ্ত বাসনা ছিল ঢাকার হয়ে খেলার। এবার সেই ইচ্ছে পূরণ হয়েছে তাতেই খুশি তিনি।

মাহমুদউল্লাহ বলেন, 'এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। সবচেয়ে বড় কথা হলো, বিপিএলে আমি সবসময়ই ঢাকায় খেলতে চেয়েছি। সেই সুযোগ পেয়েছি এবার। আরও বড় ব্যাপার হলো, তামিম, আমি, রুবেল, মাশরাফি ভাই, আমরা একসঙ্গে খেলছি। এই চারজন সম্ভবত প্রথমবার একসঙ্গে খেলছি। মাঠের বাইরে আমাদের ভালো সময় কাটবে। মাঠেও আশা করি ভালো কিছু করব।'

বিপিএলের এবারের আসরে ঢাকা দল নিয়ে বেশ আশাবাদী মাহমুদউল্লাহ। এই তারকা সমৃদ্ধ দলের কাছ থেকে ভক্ত অনুরাগীদের প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, সেই কথা মাহমুদউল্লাহ নিজেও জানেন। তিনি মনে করেন তার সতীর্থরা এই চ্যালেঞ্জটি লুফে নেবেন।

তিনি বলেন, 'একটা ব্যাপার শুধু বলতে চাই, এই টুর্নামেন্টে অনেক কিছুই দেখানোর ব্যাপার আছে। আশা করি, আমার সতীর্থরাও ওই চ্যালেঞ্জটা নেবে এবং ভালো করবে। ফলাফল আল্লাহর হাতে, প্রক্রিয়া আমাদের হাতে। প্রক্রিয়া মেনে চললে আশা করি ফলও পক্ষে আসবে।'

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

আইপিএলে থেকে বিদায় নিয়ে আবারও মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ধোনি

আইপিএলে থেকে বিদায় নিয়ে আবারও মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ধোনি

আইপিএলে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই এবং ব্যাঙ্গালুরো। প্লে অফের জন্য এই ম্যাচ জয়ের ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে