| ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিদায় বেলায় কাঁদতে কাঁদতে যে দলে যোগ দেয়ার কথা জানালেন রামোস

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুন ১৭ ২১:৪৩:৪৬
বিদায় বেলায় কাঁদতে কাঁদতে যে দলে যোগ দেয়ার কথা জানালেন রামোস

২০০৫ সালে সেভিয়া থেকে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর দীর্ঘ ১৬টি মৌসুম রিয়ালের রক্ষণদূর্গের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেছেন সার্জিও রামোস। আর ২০১৪ সাল থেকে ক্লাবের প্রথম অধিনায়ক হিসেবে কাটিয়েছেন সাতটি বছর। এরপর এলো বিদায়ের ক্ষণ।

আর বৃহস্পতিবার (১৭ জুন) বিদায়ী সংবাদসম্মেলনে ক্লাব প্রাঙ্গনে উপস্থিত হলেন সার্জিও রামোস। সেখানে নিজের বিদায়ী বার্তা দিলেন বিশ্বের সকল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশে। এ সময় দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিন্নের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রামোস।

কান্না বিজড়িত কণ্ঠে রামোস বললেন, 'আমার জীবনের কঠিনতম মুহূর্তগুলোর একটি এসে গেছে। এসেছে রিয়াল মাদ্রিদকে বিদায় বলার সময়। বাবার হাত ধরে আমি এখানে এসেছিলাম….(এরপর চোখের পানি ধরে রাখতে পারেননি)। আবেগাক্রান্ত না হওয়াটা অসম্ভব। সান্তিয়াগো বের্নাবেউ থেকে বিদায় নিতে পারলে ভালো লাগত।'

তিনি আরও বলেন, 'আমি একদিন রিয়ালে আবার ফিরে আসবো। এবং আমি নিশ্চিত আমি অবশ্যই ফিরব। আমি রিয়াল মাদ্রিদকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই।'

দীর্ঘ ১৬ বছর রিয়ালে কাটানো রামোসের চুক্তি শেষ হচ্ছে। তবে গত মৌসুম থেকেই গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ তাকে এক বছরের নতুন চুক্তির প্রস্তাব দিবে কিন্তু রামোস চাইছিলেন দুই বছরের। আর এখানেই রিয়ালের সঙ্গে বনিবনা হয়নি এই স্প্যানিশ কিংবদন্তির। মার্কার প্রতিবেদন অনুযায়ী, ১০ শতাংশ বেতন কমানোসহ ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাব।

তবে শেষ দিকে এসে সেই এক বছরের চুক্তির প্রস্তাবেও সম্মত হয়েছিলেন রামোস। কিন্তু যখন তিনি সেই প্রস্তাবে রাজী হলেন তখন আর কোনো রাস্তা খোলা ছিল না। রামোস বলেন, 'আমি এক সপ্তাহ আগে চুক্তি স্বাক্ষরের জন্য রাজী হয়েছিলাম। কিন্তু তখন আমি জানতে পারি যে চুক্তির সেই প্রস্তাব শেষ হয়ে গেছে। আমি জানতাম না যে চুক্তির প্রস্তাবের স্বাক্ষর করার কোনো শেষ তারিখ আছে। আমাকে কেউ সে সম্পর্কে জানায়নি।'

রিয়াল ছেড়ে রামোসের আগামী গন্তব্য কোথায়? সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত না বলেই জানিয়েছেন রামোস। রিয়ালের সঙ্গে চুক্তি নিয়ে আলাপকালে অন্যকোনো ক্লাবের সঙ্গে আলোচানাও করেননি রামোস। সে সম্পর্কে তিনি জানান, 'অন্যকোনো ক্লাবের কথা আমার মাথাতেও আসেনি। আমি কখনো অন্য ক্লাব নিয়ে ভাবিনি। আমি বেশকিছু ক্লাব থেকে প্রস্তাব পেলেও নতুন কোনো ক্লাব আমি দেখিনি।'

কান্নায় ভেঙে পড়ে রামোস বললেন, ‘আমি আবারও রিয়ালেই ফিরব’

রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে মোট চারটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে আছে পাঁচটি লা লিগা, দুটি স্প্যানিশ কোপা দেল রে। আরও আছে চারটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ এবং চারটি ক্লাব ওয়ার্ল্ডকাপ।

রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ মৌসুমে ৬৭১টি ম্যাচ খেলেছেন রামোস আর নামের পাশে ১০১টি গোলও যোগ করেছেন তিনি। যার মধ্যে ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যাচের ৯২ মিনিট ৪৮ সেকেন্ডে গোল করে দলকে সমতায় ফেরান। এবং শেষ পর্যন্ত নিজেদের ১০ চ্যাম্পিয়নস লিগ জয় করে রিয়াল।

২০২০/২১ মৌসুমে ইনজুরির কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে রামোসকে। আর ইনজুরির কারণে ইউরো-২০২০ এর স্পেন দলেও ডাক পাননি তিনি।

সবাইকে ধন্যবাদ জানিয়ে রামোস তাঁর সংবাদসম্মেলন শেষ করেন, 'সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা বিদায়ের চেয়েও বেশি কিছু; আবারও দেখা হবে, কেননা আমি ফিরে আসব।'

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

হাইভোল্টেজ ম্যাচে শেষ বলে নির্ধারণ হল ফলাফল

হাইভোল্টেজ ম্যাচে শেষ বলে নির্ধারণ হল ফলাফল

আইপিএলে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চেন্নাই এবং ব্যাঙ্গালুরো। প্লে অফের জন্য এই ম্যাচ ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে