| ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

৬৩ বলে ৯৯ গেইল ব্যাট হাতে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ অক্টোবর ৩০ ২২:১৬:১১
৬৩ বলে ৯৯ গেইল ব্যাট হাতে গড়লেন নতুন বিশ্বরেকর্ড

ব্যাট হাতে অবশ্য শুরুটা শুভ হয়নি পাঞ্জাবের। প্রথম ওভারের শেষ বলেই আর্চারের শিকার হয়ে দলীয় ১ রানে মাঠ ছাড়েন মান্দিপ সিং। তবে এরপরই শুরু হয় গেইল ঝড়। অধিনায়ক লোকেশ রাহুলকে সাথে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রাজস্থানের বোলার বেন স্টোকস-আর্চারদের নাস্তানাবুদ করেন গেইল।

অধিনায়ক লোকেশ রাহুলের সাথে মিলে গেইল গড়েন ১২০ রানের বিশাল জুটি। এই জুটিতে ছেঁদ পরে স্টোকসের বলে রাহুল ফিরে গেলে। সাজঘরে ফেরার আগে ৪১ বল মোকাবেলায় ৪৬ রান করেন অধিনায়ক রাহুল।

দলীয় ১২১ রানে লোকেশ রাহুলের বিদায়ের পরও অদম্য থাকেন গেইল। ৬টি চার ও ৮ টি ছক্কা হাঁকিয়ে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করতে হয় তাকে। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৯৯ রানে আর্চারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। এই ইনিংস খেলতে গেইল মোকাবেলা করেছেন ৬৩ বল। এই ম্যাচের মধ্য দিয়েই টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন দ্য ইউনিভার্স বস।

বল হাতে রাজস্থানের জার্সিতে ব্যর্থ ছিলেন বরুন অরুণ। চার ওভার বল করে ৪৭ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পান নি তিনি। এছাড়া চার ওভারে ৩২ রান খরচায় স্টোকস নিয়েছেন মাত্র ২টি উইকেট। এছাড়া ২৬ রান খরচায় ২ উইকেট নিয়েছেন জোফরা আর্চার।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে নিকোলাস পুরানের ১০ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে ভর করে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব সংগ্রহ করে ১৮৪ রান।

উল্লেখ্য, এই ম্যাচ ব্যতিত এখন পর্যন্ত দুই দলই খেলেছে নিজেদের ১২টি করে ম্যাচ। ১২ ম্যাচ থেকে ৬ জয় এবং ৬ হার নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে পাঁচ জয় ও সাত হারে ১০ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান রয়েছে সাত নম্বরে।

এই ম্যাচ হারলে রাজস্থান ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। এছাড়া পাঞ্জাব হারলে তারাও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেকটা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দায়িত্বে থাকলে আইপিএলে খেলার সুযোগ অনেক বাড়িয়ে দিতাম, এক সাকিবের মুখ বন্ধ রাখতে পারে না বিসিবি

দায়িত্বে থাকলে আইপিএলে খেলার সুযোগ অনেক বাড়িয়ে দিতাম, এক সাকিবের মুখ বন্ধ রাখতে পারে না বিসিবি

পাওনা টাকা নিয়ে কথা বলতেও মুখ ঢেকে রাখা লাগে গ্রাউন্সম্যানদের। ক্রিকেটারদের উপর চাপিয়ে দেওয়া হয় ...

কোহলিকে নিয়ে একি বললেন পাকিস্তানি কিংবদন্তি

কোহলিকে নিয়ে একি বললেন পাকিস্তানি কিংবদন্তি

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ব্যাকফুটেই রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আইপিএলের শুরুর দিকে ...

ফুটবল

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বয়স এখন প্রায় ৩৭ বছর। অনেকেই তার অবসরের কথা ...

চলে গেলেন মেসিদের প্রথম বিশ্বকাপ জেতান মানুষ

চলে গেলেন মেসিদের প্রথম বিশ্বকাপ জেতান মানুষ

আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ...



রে