| ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যে কারণে উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়

২০২০ জুন ০১ ১১:৪০:২৭
যে কারণে উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়

ভর্তির সময়সীমা ছাড়া অন্যান্য নিয়ম বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অনেকে স্বাগত জানালেও দীর্ঘমেয়াদে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় স্থবিরতা সৃষ্টির আশঙ্কা কোনো কোনো শিক্ষাবিদের। অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ শিক্ষার্থী। এ বছর অন্তত ১৬ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তিযুদ্ধে অংশ নেবেন। করোনা মহামারির এ সময়ে ফল প্রকাশ হলেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড মনে করছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতেই হবে। ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেন, ভর্তির সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হয়। কমপক্ষে ২০-২৫ লাখ মানুষের কার্যক্রম শুরু হয়ে যাবে। পরিস্থিতির উন্নতি হলে আমরা ভর্তি কার্যক্রম শুরু করব। ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তে সায় দিলেও শিক্ষা কার্যক্রম দিনের পর দিন বন্ধ রাখলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ক্ষতির আশঙ্কা শিক্ষাবিদদের।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কায়কোবাদ বলেন, আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবে ভাবতে না পারে এখন তাদের পড়ালেখা করার প্রয়োজন নেই। শিক্ষার্থীদের জ্ঞানার্জন কোনো না কোনোভাবে সচল রাখতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, এ মুহূর্তে শিক্ষার্থী বা তাদের পরিবারের পক্ষে কলেজে যাওয়া সম্ভব নয়। তাছাড়া অনলাইন সুবিধাও সর্বত্র নেই। সুতরাং ভর্তির ক্ষেত্রে কোনো বৈষম্য যেন না হয।

তবে অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক ছাড়ের পাশাপাশি কয়েকটি ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, অনেক পরিবারের হাতে অর্থ থাকবে না। মোবাইলে ইন্টারনেট কেনার পয়সা থাকবে না। যদি সত্যি সত্যি অনেকে আবেদন করতে না পারে অনেক মেধাবীরা বাদ পড়ে যেতে পারে।

এদিকে অনলাইনে আবেদন করা, সর্বোচ্চ দশটি প্রতিষ্ঠানে ভর্তির পছন্দক্রম উল্লেখ করাসহ উচ্চ মাধ্যমিকে ভর্তির অন্যান্য নিয়মসমূহ অপরিবর্তিত থাকবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, প্রত্যেক বছর শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম অনুযায়ী আবেদন করে অনলাইনে। এবারও সেই একই কার্যক্রম থাকবে। সারাদেশে উচ্চ মাধ্যমিকে প্রায় ৩০ লাখ আসন থাকায় ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

হাইভোল্টেজ ম্যাচে শেষ বলে নির্ধারণ হল ফলাফল

হাইভোল্টেজ ম্যাচে শেষ বলে নির্ধারণ হল ফলাফল

আইপিএলে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চেন্নাই এবং ব্যাঙ্গালুরো। প্লে অফের জন্য এই ম্যাচ ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে