| ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইমনের উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বিসিবি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ ফেব্রুয়ারি ১৯ ১২:১৭:০২
ইমনের উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বিসিবি

শুরুতেই নাইম, জয়, শাহাদতের বিদায়

ইনিংসের গোড়াপত্তন বাউন্ডারি দিয়ে করলেও মোহাম্মদ নাইম শেখ উইকেটে বেশি সময় কাটাতে পারলেন না। ৭ম ওভারে ২ চারে ১১(১৭) রান করে চার্ল মুম্বার বলে ক্রিস্টোফার পোফুকে ক্যাচ দিয়ে ফিরেন নাইম। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা জয় পরের ওভারে ব্যক্তিগত ১ রানের মাথায় সাজঘরের পথ ধরেন। কিছুটা সময় ব্যাট করে ফিরে যান শাহাতও(২)।

ফিরে গেলেন ইমন; মধ্যাহ্ন বিরতিতে বিসিবি

মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারালেও লড়াই করে যাচ্ছিলেন অনুর্ধ্ব-১৯ দলের ওপেনার পারভেজ হোসেন ইমন৷ চতুর্থ উইকেটে অধিনায়ক আল আমিনের সাথে ২৯ রানের জুটিও গড়েন তিনি৷ তবে এনডুলভুর দারুণ এক বলে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ৩৪ রানে ফিরে যান ইমন এরপর আকবর আলি মাত্র ১ রান করে ফিরে গেলে মহাবিপর্যয়ে পড়ে যায় বিসবি একাদশ৷ এরপ্প্র তানজিদ হাসান ও আল আমিন জুনিয়রের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতিতে যায় বিসিবি

শেষ বেলায় হতাশা১৭৭ রানে ৬ষ্ঠ উইকেট পতনের পর টিমিসেন মারুমা ও চার্ল মুম্বা বড় জুটি গড়ার আভাস দিচ্ছিলেন। তবে এই জুটিকে ৫০ পূর্ন করতে দেননি আল আমিন জুনিয়র। ৮৯ বলে ২ চার ও ১ ছয়ে ৩৪ রান করা মারুমাকে রিশাদ আহমেদের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। তাতে ভাঙে মারুমা-মুম্বার ৪৯ রানের জুটি। পরবর্তীতে আর কোন উইকেট নিতে পারেনি বোলাররা।

শাহাদতের জোড়া আঘাত৬ ওভার বাদেই ১৩ রান করা রেজিস চাকাবাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন শাহাদাত হোসেন দিপু। ১ বল বাদে টিনোটেন্ডা মুতোম্বোজিকেও এলবিডব্লিউ করে ফেরান শাহাদাত। ১৪৬ রানের মাথাতেই ৪র্থ ও ৫ম উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবুয়ে।

শরিফুল-শাহাদতের পর পর আঘাতমুজিঙ্গানিয়ামা-আরভিনকে বেশিক্ষণ টিকতে দিলেন না শাহাদত ও শরিফুল। ৪১তম ওভারের পঞ্চম বলে আরভিনকে ব্যক্তিগত ১০ রানে ফেরান শাহাদাত। পরের ওভারেই মুজিঙ্গানিয়ামাকে আকবর আলীর তালুবন্দি করে ব্যক্তিগত ১৭ রানে ফেরান শরিফুল।

ওপেনিং জুটি ভাঙলেন আল আমিনমধ্যাহ্ন বিরতির পরেই আগেরবার ক্যাচ মিস করা অধিনায়ক আল আমিন জুনিয়রের হাত ধরেই আসলো সাফল্য। ৭৭ বলে ৭ চারে ৪৫ রান করা প্রিন্স মাসভাউরকে আকবর আলির ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন অধিনায়ক আল আমিন জুনিয়র। এদিকে ১০০ বলে ৮ চারে ৫১ রান করে স্বেচ্ছা অবসরে গেছেন কেভিন কাসুজা।

প্রথম সেশন জিম্বাবুয়েরব্যাটিংয়ে নেমে প্রথম সেশনটা স্বাগতিক বোলারদের দারুন পরিক্ষা নিয়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে এবং কেভিন কাসুজা। দলীয় ২৫ রানে শরিফুলের বলে প্রিন্স মাসভাউরে ক্যাচ তুলে দিলেও অধিনায়ক আল আমিন সেই সুযোগ হাতছাড়া করেন।

এরপর আর কোন ভুল করেনি জিম্বাবুয়ের ওপেনাররা। মধ্যহ্নবিরতিতে কোন উইকেট না হারিয়ে ৯৫ রান তুলেছে তারা। পাঁচ বোলারেও কোন উইকেট এনে দিতে পারেনি স্বাগতিকদের।

সর্বশেষ স্কোরঃবিসিবি একাদশ ৮৪/৫ (তানজিদ ১১**, আল আমিন ১৫*)

জিম্বাবুয়ে ২৯১/৭ (৯০),কাসুজা ৭০, মুম্বা ৫৪*।শাহাদাত ১৬/৩।

বিসিবি একাদশ:নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন হাসান অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের টেস্ট দল:সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসাভরে, ক্রিস্টফার এমপফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবাজি, আনিসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডর টেলর, ডোনাল্ট টিরিপানো, চার্লটন টিশুমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

আইপিএলে থেকে বিদায় নিয়ে আবারও মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ধোনি

আইপিএলে থেকে বিদায় নিয়ে আবারও মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ধোনি

আইপিএলে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই এবং ব্যাঙ্গালুরো। প্লে অফের জন্য এই ম্যাচ জয়ের ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে