| ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সুযোগ হাতছাড়া করছেন সাব্বির

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ জানুয়ারি ০১ ২২:৩৩:২৫
সুযোগ হাতছাড়া করছেন সাব্বির

চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিবিপিএল) বলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে নজরে রেখে বিপিএলে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পোর্টিং উইকেট বানিয়ে দেশীয় ব্যাটসম্যান-বোলারদের সেরাটা বের করে আনতে চাইছে তারা। এই টুর্নামেন্টকে পাখির চোখ করছেন নির্বাচকরাও।

বাংলাদেশের ক্রিকেটারদের কাছেও এই টুর্নামেন্ট নিজেদের প্রমাণের বড় জায়গায় পরিণত হয়েছে। ক্রিকেটাররা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন বিসিবির নির্বাচকদের নজর কাড়তে। সামর্থ্য দেখাতে সফল হচ্ছেন কেউ কেউ, ব্যর্থ থেকে যাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারছেন না। এদের মধ্যে অন্যতম সাব্বির রহমান।

এবারের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন ২৮ বছর বয়সী সাব্বির। দলে টপ অর্ডার, মিডল অর্ডার দুই জায়গায়ই ব্যাটিংয়ের সুযোগ দেয়া হয়েছে তাঁকে। কিন্তু কোনো জায়গাতেই নিজেকে প্রমাণ করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। কিছু ম্যাচে ভালো শুরু পেয়েও সময় মতো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আবার কিছু ম্যাচে শুরুর আগেই দেখেছেন শেষের দৃশ্য।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ১৭ বলে তিন চারে ১৯ রান করেন সাব্বির। সুযোগ ছিল বড় ইনিংস গড়ার, কিন্তু সেটা লুফে নিতে পারেননি তিনি। নিজের তৃতীয় ম্যাচে আবারও রংপুরের মোকাবেলায় ৪৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন সাব্বির। তিনে নেমে ৪০ বলের ইনিংসে ৩ চার এবং ২ ছক্কা মারেন তিনি। এই ম্যাচেও সুযোগ ছিল বড় রান করার। পরের তিনটি ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ সাব্বির। দুই অংকের ঘরেই যেতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ দুটি ম্যাচেও সাব্বিরের হাতে দলকে জয়ে এনে দেয়ার সুযোগ ছিল। রাজশাহী রয়্যালসের বিপক্ষে বড় লক্ষ্যের ম্যাচে দেখেশুনে শুরুর পরও ২৩ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এ ম্যাচে একটি আক্রমণাত্মক ইনিংসের প্রয়োজন ছিল কুমিল্লার। সৌম্য সরকার একাই খেলেছেন সে ম্যাচে, কিন্তু সাব্বির পারেননি সৌম্যকে সঙ্গ দিয়ে দলকে জয়ে এনে দিতে।

সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও সাব্বিরের কাছ থেকে ভালো একটি ইনিংসের প্রত্যাশা করছিল কুমিল্লা। কিন্তু ১৫ বলে ১৮ রান করে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন তিনি। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জেতে কুমিল্লা।

বিশ্বকাপের আগে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েও সাব্বির বারবারই ব্যর্থ হচ্ছেন। তাঁর এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই হতাশ করছে সকলকে। দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে এসেছিলেন সাব্বির।

টি-টোয়েন্টির আদর্শ ব্যাটসম্যান হিসেবে আখ্যাও পেয়েছিলেন তিনি। কিন্তু নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না ডানহাতি এই ব্যাটসম্যান। প্রমাণ করার মঞ্চ পেয়েও সুযোগ হাতছাড়া করছেন তিনি। অধারাবাহিক পারফরম্যান্সের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি সাব্বির। বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজ, অস্ট্রেলিয়া সিরিজ, আয়ারল্যান্ড সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ রয়েছে বাংলাদশের। এখন পর্যন্ত বিপিএলে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের হয়ে ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে এবং ৪৪ টি-টোয়েন্টি খেলা সাব্বির। পারফর্ম না করলে এসব সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও হাতছাড়া হাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দিল যে দেশ

২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দিল যে দেশ

টি-টোয়েন্টির আবির্ভাবের কয়েক বছর পর ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক বছরে ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে