| ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিসিবিকে আইনি নোটিশ, উত্তরের অপেক্ষায় সবুজ বাংলা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ জানুয়ারি ০১ ২১:১৯:৫৫
বিসিবিকে আইনি নোটিশ, উত্তরের অপেক্ষায় সবুজ বাংলা

ক্লাবটির দাবি, বাইলজ অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো নিয়মনীতি আরোপ করেছে বিসিবি। যে কারণে গত ২৯ ডিসেম্বর বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা। বিসিবি কী উত্তর দেয়, সেটা জানার অপেক্ষায় আছে ক্লাবটি। বিসিবির উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সবুজ বাংলা ক্রীড়া চক্রের সেক্রেটারি রিয়াজ আহমেদ বাবু।

বুধবার ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, ‘আমরা একটা উকিল নোটিশ পাঠিয়েছি। সেটার উত্তর আসুক, এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। উত্তরের অপেক্ষায় আছি। আমরা একটা চিঠি দিয়েছিলাম বিসিবিকে যে, আপনারা কোন নিয়ম মানলেন এবং স্ট্যান্ডিংটা আমাদেরকে জানান। চিঠিটা দিয়েছিলাম ১৫ ডিসেম্বর। আজও উত্তর পাইনি আমরা। সেটা না পাওয়াতে আমরা উকিল নোটিশ পাঠাই।’

সবুজ বাংলা ক্রীড়া চক্রের নোটিশ বিসিবিতে পৌঁছেছে। নোটিশটি নিয়ে বিসিবির আইন সংক্রান্ত বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা আমরা পেয়েছি। লিগ্যাল বিভাগকে দেয়া হয়েছে নোটিশটা, এটা তারা দেখছে। উত্তর দেয়ার সময় সাতদিন, নাকি কতদিন বা প্রসেসটা কী, সেটা লিগ্যাল বিভাগই দেখবে।’

নোটিশ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সুবজ বাংলা ক্রীড়া চক্রের সঙ্গে যোগাযোগ করা হয়নি বিসিবির পক্ষ থেকে। এমনকি আগে জানিয়েও যে কোনো লাভ হয়নি, সেটা বারবার বলে যাচ্ছিলেন রিয়াজ আহমেদ বাবু। বারবার বলেও প্রতিকার না পাওয়ার হতাশা স্পষ্ট হয়ে উঠছিল তাঁর কণ্ঠে।

রিয়াজ আহমেদ বাবু বলেন, ‘নোটিশ পাঠানোর পর তারা আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি বা ফোন করেনি। বরং আমরা শেষ খেলার আগে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলাম। সিইওকে বলেছিলাম আমাদের ন্যায্য, ভালো আম্পায়ার দিতে। তারা আমাদের আম্পায়ার দেয়নি। বরং পক্ষপাত্মুলক আচরণ করেছে উল্টো।’

নিয়ম অনুযায়ী নোটিশ পাঠানোর সাত দিনের মধ্যে উত্তর দিতে হবে বিসিবিকে। এক জানুয়ারি নোটিশটি পেয়েছে বিসিবি। অর্থাৎ, আগামী সাত জানুয়ারির মধ্যে উত্তর দিতে হবে বিসিবিকে। এ বিষয়ে রিয়াজ আহমেদ বাবু বলেন, ‘সাতদিন সময় দেয়া হয়। যেদিন ক্রিকেট বোর্ড রিসিভ করবে, এর থেকে সাতদিনের মধ্যে। আমরা পাঠিয়েছি ২৯ তারিখ। আজ তারা রিসিভ করেছে।’

গত ১৫ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের মুখোমুখি হয় সবুজ বাংলা ক্রীড়া চক্র। অভিযোগ আছে, সেই ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে জয়ী করার উদ্দেশ্যে চারটি বির্তকিত এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন দায়িত্বরত দুই আম্পায়ার তরিকুল ইসলাম মাসুম ও মাসুদ রানা।

এমনকি সেই ম্যাচে একাধিক রান আউটের সিদ্ধান্তও ছিল পক্ষপাতদুষ্ট। আম্পায়ারদের পক্ষপাতিত্বের কারণে শিরোপা নির্ধারণী সেই ম্যাচে হারতে হয়েছে বলে দাবি সবুজ বাংলার। পয়েন্টের ভিত্তিতে জয়ী ঘোষণা হয় যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দিল যে দেশ

২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দিল যে দেশ

টি-টোয়েন্টির আবির্ভাবের কয়েক বছর পর ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক বছরে ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে