| ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শুক্রবারে জুমার নামাজের সময় সুখবরটি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার শাহবাজ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ অক্টোবর ২২ ১৩:৫৯:৪৯
শুক্রবারে জুমার নামাজের সময় সুখবরটি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার শাহবাজ

দ্বিতীয় ইনিংসের মতো প্রোটিয়াদের প্রথম ইনিংসেও শেষ উইকেটটি নিয়েছিলেন নাদিম। নিজের অভিষেক ম্যাচে জয়ের পাশাপাশি মনে রাখার মতো বোলিংই করেছেন ঝাড়খণ্ডের এ স্পিনার। প্রথম ইনিংসে ১১.৪ ওভারে ২২ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে মাত্র ১৮ রানে নেন ২ উইকেট। সবমিলিয়ে ৪ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন এ অভিষিক্ত ক্রিকেটার।

অথচ শনিবার থেকে শুরু হওয়া ম্যাচের আগেরদিনও স্কোয়াডে ছিলেন না নাদিম। খেলছিলেন ভারতের চলমান বিজয় হাজারে ট্রফিতে। সেখানেরই এক ম্যাচ শেষ করে তিনি শুক্রবার ফেরেন কলকাতায়। তখনই জানতে পারেন তাকে নেয়া হয়েছে স্কোয়াডে এবং পরদিনই অভিষেক হয়ে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে।

প্রায় ১৫ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে এমন হুট করেই সুযোগ পেয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। যার আশা করেননি শাহবাজ নিজেও। শুক্রবার দুপুরে তিনি যখন ফোন পেলেন জাতীয় দলে সুযোগ পাওয়ার, তখন ছিলেন নামাজে। ফলে প্রথমবার ফোন ধরতে পারেননি। তবে পরেরবার ফোন ধরেই পেয়ে যান জীবনের অন্যতম সেরা খবরটি।

এ বিষয়ে জানিয়েছেন শাহবাজ নিজেই। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে হুটহাট জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আপনি যখন এতদিন ক্রিকেট খেলে ফেলেন, তখন যদি ভোর ৪টায় ফোন করে বলে যে ৬টা বাজে ম্যাচ আছে- তখন আপনি এতেও রাজি হয়ে যাবেন। আমার যখন জাতীয় দল থেকে ফোন এলো, দিনটা ছিলো শুক্রবার, আড়াইটার মতো বাজে তখন। আমি নামাজ পড়ছিলাম। ফোন অনবরত বেজেই যাচ্ছিল। নামাজ শেষ করে ফোন ধরলাম এবং জানতে পারলাম টেস্ট দলে নেয়া হয়েছে আমাকে। পরে কলকাতা থেকে সরাসরি এখানে (রাঁচি)।

এসময় নিজের অভিষেক ম্যাচের অনুভূতির কথাও জানান ৩০ বছর বয়সী এ স্পিনার। অকপটে স্বীকার করে নেন, প্রথম ওভার করতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। তবে তিন বল করার পরই নিজেকে সামনে নিয়েছিলেন বলে জানান শাহবাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দিল যে দেশ

২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দিল যে দেশ

টি-টোয়েন্টির আবির্ভাবের কয়েক বছর পর ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক বছরে ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে