| ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

উপমহাদেশের ক্রিকেটের এখন মূল আকর্ষণ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ আগস্ট ১০ ১৯:০৯:৪৬
উপমহাদেশের ক্রিকেটের এখন মূল আকর্ষণ

রবি শাস্ত্রী'র সঙ্গে নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। দলের সঙ্গে তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠালেও নতুন নিয়োগের জন্য দরখাস্ত আবেদন করেছে বিসিসিআই। মিকি আর্থারকে বরখাস্ত করেছে পাকিস্তান। দু’বছরের চুক্তিতে যোগ দেয়া স্টিভ রোডস এক বছর যেতে না যেতেই বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছেন।

২০২০ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে স'ম্পর্ক ছিন্ন করে নিউজিল্যান্ড সিরিজের জন্য আপদকালীন কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সের সঙ্গে স'ম্পর্ক চুকিয়ে নিয়েছে আফগানিস্তানও। পাঁচ দেশের এই কোচ খোঁজার আড়ালে আম'রা দেখে নিতে পারি কোন দল কার দিকে ঝুঁকছে?

মাইক হেসনগত বছর নিউজিল্যান্ড দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন হেসন। তার জায়গায় কিউইদের দায়িত্ব নেন গ্যারি স্টিড। হেসনের দেখানো পথে হেঁটে এবারো বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে ইংল্যান্ডের কাছে নিয়মের মা'রপ্যাঁচে শিরোপা হাতছাড়া হয় তাদের।

তার সেই সাফল্যের বিচার করে বেশ কয়েকটি জাতীয় দল যখন হেসনকে পেতে চাইছে, তার মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

প্রথমে নিউজিল্যান্ডের কয়েকটি পত্রিকা খবর দেয়, বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন। আর বাংলাদেশের সদ্য সাবেক রোডস দৌড়ে আছেন ভারত ও পাকিস্তানেরও।

ইএসপিএন-ক্রিকইনফো নিশ্চিত করে, সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া পাঁচ কোচের মধ্যে মাইক হেসন বাকিদের চেয়ে এগিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং বোর্ডের কয়েকজন পরিচালকও তার প্রতি আগ্রহী।

কিন্তু ক্রিকইনফো যখন হেসনকে বাংলাদেশের কোচ হিসেবে এগিয়ে রাখছে, তখন নিউজিল্যান্ডের এক পত্রিকা জানাচ্ছে, পাকিস্তান দলে আর্থারের রেখে যাওয়া জায়গার কথা চিন্তা করছেন হেসন।

নিউজিল্যান্ড, কিংস ইলিভেন পাঞ্জাব ছাড়াও হেসন কেনিয়া ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন।

টম মুডিঅস্ট্রেলিয়ান এই হেভিওয়েট কোচের রয়েছে ১৫ বছরের অ'ভিজ্ঞতা। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। ফলে উপমহাদেশের আবহ স'ম্পর্কে তার অজানা তেমন কিছুই নেই। শুধু তাই নয়, বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল, বিপিএল ও সিপিএলেও অনেকদিন ধরে কোচিং করানোর অ'ভিজ্ঞতা রয়েছে তার। মাইক হেসনের মতো তিনি সম্প্রতি আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের কোচিং পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে উপমহাদেশের অনেক দলের রাডারেই তিনি আছেন।

হাথুরুসিংহেবিশ্বকাপ ভরাডুরির পর বেশ টালমাতাল অবস্থা হয় শ্রীলঙ্কা ক্রিকে'টে। চুক্তির মেয়াদ আর অর্থের অঙ্কের হিসেবে ব্যাপক প্যাচে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড-এসএলসি। তবে শেষ পর্যন্ত হাথুরুকে বরখাস্ত করে এসএলসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য রমেশ রত্মনায়েককে আপদকালীন কোচ করেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলে তার ভবিষ্যৎ না থাকলেও অ'ভিজ্ঞতার জন্য উপমহাদেশের অনেক দলই তাকে চাইছে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাডানার ও বাংলাদেশে সফলভাবে দেড় বছর কা'টানোর পর আচমকা শ্রীলঙ্কার কোচ হন হাথুরু। যে দল ছেড়ে চলে গিয়েছিলেন, সেই বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে সামনের সারিতে আছেন তিনি।

রবি শাস্ত্রী'২০১৭ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে আছেন রবি শাস্ত্রী'। তার চুক্তির মেয়াদ আবারো বাড়তে পারে বলে খবর। এই বিশ্বকাপজয়ী সাবেক তারকার অধীনেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে উঠে ভারত। তাছাড়া প্রথমবারের অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্ট সিরিজ জেতে কোহলি দল।

তবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো ফল করলেও বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর পরিস্থিতি পাল্টেছে। সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হারও শাস্ত্রী'র উপর কিছুটা ছায়া ফেলেছে। তার জায়গায় ভারতের কোচ হওয়ার দৌড়ে চলে এসেছেন সাবেক কোচ গ্যারি কাস্টেন, মাহেলা জয়বর্ধনে, হেসন ও টম মুডি।

মিকি আর্থারনিজের সাফল্যের চিত্র তুলে ধরে চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু মিকি আর্থারের অনুরোধে সাড়া না দিয়ে উল্টো তাকেসহ পুরো কোচিং স্টাফকেই ছাঁটাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত মাসের বিশ্বকাপের পরপরই চুক্তির মেয়াদ শেষ হয় আর্থারের। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অল্পের জন্য সেমিফাইনালে যেতে পারেনি সরফরাজের দল। নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট থাকা সত্ত্বেও নেট রানরেটের হিসাবে বাদ পড়তে হয় তাদের।

বিশ্বকাপের পারফরম্যান্স রিভিউয়ের জন্য ডা'কা পিসিবির বৈঠকে চুক্তির মেয়াদ দুবছর বাড়ানোর অনুরোধ করেছিলেন আর্থার। সেটা নাকচ করে দেয়া হয়। পিসিবি চেয়ারম্যান এহসান মানি আর্থারসহ বাকি তিনজন- বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার লুডেনের চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানিয়ে দেন। নতুন নিয়োগের জন্য পিসিবি দ্রুতই বিজ্ঞাপন দেবে বলেও জানান মানি।

২০১৬তে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেন আর্থার। এরপরই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে এবং তার সময়েই টেস্ট র‌্যাঙ্কিংয়ের একনম্বর হয়েছিল পাকিস্তান। এই আর্থারের আমলেই ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে সরফরাজ আহমেদের দল। তাছাড়া টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়েও একনম্বরে আছে পাকিস্তান।

তবে সামগ্রিক ফলাফল বিচার করলে চিত্রটা অন্যরকম। গত দু’বছর ধরে টেস্টে খুব বাজে সময় যাচ্ছে পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতের মতো নিজেদের ‘দ্বিতীয় হোম ভেন্যু’তে শ্রীলঙ্কার কাছে ২-০তে সিরিজ হেরেছে। সবশেষ ২৮ টেস্টে মাত্র ১০টিতে জিতেছে, ১৭টিতেই হার।

আর্থারের আমলে ওয়ানডেতে জয়ের হার ৫০ শতাংশের নিচে। এই সময়ে ৬৬ ম্যাচে জয় ২৯টিতে, ৩৪টিতে হার, তিনটিতে কোনো ফল হয়নি।

এর আগে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোচিং করানোর অ'ভিজ্ঞতা রয়েছে আর্থারের। শোনা যাচ্ছে ট্রেভর বেলিসের রেখে যাওয়া ইংল্যান্ড জাতীয় দলের জায়গাটা নিতে পারেন তিনি। কিন্তু উপমহাদেশের অনেক দলও তাকে পেতে চাইবে।

মাহেলা জয়বর্ধনেইংল্যান্ড দলের ব্যাটিং পরাম'র্শদাতা এবং আইপিএল দলের মুম্বাই ইন্ডিয়ান্স ও বিপিএল দল খুলনা টাইটান্সের প্রধান কোচের ভূমিকাসহ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক গত কয়েক বছর ধরে কোচিং সার্কিটেই আছেন।

তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে সঙ্গে স'ম্পর্ক ভালো নেই তার। ফলে নিজ দেশের দায়িত্ব নেয়ার সম্ভাবনা কম। তাতে অবশ্য অন্য দেশের দায়িত্ব নেয়া তো আর কঠিন না।

বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই মিটিংয়ের পরই খবর- পাকিস্তানের কোচ হতে পারেন মাহেলা জয়াবর্ধনে।

পিসিবির কাছের সূত্রে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সাবেক ক্রিকেটারদের অনেকেই আর্থারের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। পাকিস্তানি অনেক সাবেকদের ধারণা, কঠিন সময়ে ঠিকভাবে দায়িত্ব নিতে পারেন না আর্থার।

পিসিবির অ'তি ঘনিষ্ঠ একটি সূত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানায়, পাকিস্তানের একজন সাবেক গ্রেট তারকা দলের কোচ হিসেবে আর্থারের জায়গায় শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান জয়াবর্ধনেকে নিয়োগ দিতে পিসিবিকে পরাম'র্শ দিয়েছেন।

নাম না জানানো সাবেক ওই ক্রিকেটার মনে করেন, পাকিস্তানের এমন একজন কোচ নিয়োগ দেয়া উচিত, যিনি তিন ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন। সেই হিসেবে জয়াবর্ধনে পুরোপুরি ফিট। তিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সেই চাকরিটা ছাড়ার সম্ভাবনা কম। তার উপর ভারতীয় দলের কোচ হওয়ার জন্যও আবেদন করেছেন লঙ্কান সাবেক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বৃষ্টির কারণে না হতে পারে ব্যাঙ্গালোর ও চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ, কোয়ালিফাই করবে কোন টিম

বৃষ্টির কারণে না হতে পারে ব্যাঙ্গালোর ও চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ, কোয়ালিফাই করবে কোন টিম

যদি বৃষ্টির জন্য না হয় সিএসকে আরসিবির ম্যাচ তাহলে কীভাবে হবে, প্লে অফের সব থেকে ...

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ। স্বাগতিক দেশের বিপক্ষে এই ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকা প্রকাশ, শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকা প্রকাশ, শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়

আবারও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে। চতুর্থবারের মতো সর্বোচ্চ ...



রে