| ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাসমান মাঠ! ম্যারাডোনাকে পুজো দিয়ে চলে রোজ অনুশীলন

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ মে ০২ ২০:০১:৪৫
ভাসমান মাঠ! ম্যারাডোনাকে পুজো দিয়ে চলে রোজ অনুশীলন

বিরলতম এক উদাহরণ তৈরি করেছে থাইল্যান্ডের গ্রাম৷ ফুটবলকেই জীবনের অঙ্গ করে তাঁরা গড়ে তুলেছেন এমন এক মাঠ যা জলে ভেসে চলে৷ জমির অভাবে তাদের এই পরিকল্পনা৷ সেখানেই মারাডোনাকে ভগবান বানিয়ে তাঁকে পুজো দিয়েই নিবিড় অনুশীলন করেন গুটিকয় থাই কিশোর৷ ক্রমে এই অদ্ভুত কাণ্ডের কথা ছড়িয়েছে৷

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত পানইয়ে দ্বীপ৷ এখানে জালের মত বিছিয়ে আছে জলধারা৷ ডুবো পাহাড় আর পাথুরে তটের আঁকাবাঁকা জলপথের সৌন্দর্য চোখ ভরিয়ে দেয়৷ সেখানেই চলছে ফুটবলের অনুশীলন৷ কিন্তু জলের উপরে৷ কারণ পানইয়ে দ্বীপে তেমন মাঠে তৈরির জমি নেই৷ তাতে কী হয়েছে ? অতএব শুরু হয়ে গেল বিশাল কর্মযজ্ঞ৷ ১৯৮৬ সালে মারাডোনার সেই ঝড়ো ফুটবলের মুহূর্ত দেখে আপ্লুত থাই গ্রামবাসী নেমে পড়লেন ফুটবল শিখতে৷

চারিদিকে জল দিয়ে ঘেরা ছোট্ট গ্রাম৷ এখানকার বাসিন্দারা মূলত মৎস্যজীবী৷ তাদের উত্তরাধিকারীরা মেতে আছে ফুটবলে৷ প্রথম বাধা ছিল জমির৷ শেষপর্যন্ত ঠিক হল জলের উপরেই মাঠ তৈরি করা হবে৷ বয়স্করা বাধা দিয়েছিলেন৷ ফুৎকারে সেই বাধা উড়িয়ে কয়েকজন নেমে পড়েছিল জলে ভেসে থাকা মাঠ তৈরিতে৷ শুরু হয় কাজ৷ পুরনো কাঠ-পেরেক জোগাড় করা হয়৷ জলের মধ্যে খুঁটি পুঁতে তৈরি হয় মাচা৷ সেই মাচাতেই তৈরি হয় মাঠ৷ বিশ্বের প্রথম কৃত্রিম ফুটবল মাঠ যেটা ভেসে থাকে জলের উপরে৷

কাঠ দিয়ে তৈরি মাঠ।প্রথম দিকে সমস্যা ছিল প্রচুর৷ আনাড়ি হাতে তৈরি সেই জলে ভাসা মাঠের ইতি উতি পেরেকের খোঁচা বেরিয়ে ছিল৷ তাতে আঘাত পাওয়া নিত্য ব্যাপার৷ বল নষ্ট হয়েছে অনেক৷ তার থেকেও সমস্যা বল জোরে মারলেই সেটা জলে গিয়ে পড়ে৷ কিন্তু সে সব আটকাতে পারেনি ফুটবলকে৷ এই সমস্যাই স্থানীয় ফুটবলারদের বল নিয়ন্ত্রণে বিশেষ পারদর্শী করে দেয়৷

কেটেছ কয়েকটি বছর৷ ফুটবল খেলা থেকে সরে গিয়েছেন মারাডোনা৷ বিতর্কে জড়িয়েছেন৷ কোচ হয়েছেন৷ কিন্তু পানইয়ে দ্বীপের গ্রামটি তাকে ঈশ্বর বলেই মেনে নিয়েছে৷ জলে ভাসা মাঠেও তাদের অনুশীলনে ঘাটতি নেই৷ কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা৷ স্থানীয় একটি প্রতিযোগিতার সেমিফাইনালে তাদের দুরন্ত লড়াই তাক লাগিয়েছে পাইনিয়ে ফুটবল দল৷ সেই শুরু৷ তরতর করে এগিয়ে চলেছে এখানকার ফুটবল৷ নজরকাড়া ফুটবল খেলতে শুরু করেছে দলটি৷ নতুন করে তৈরি হয়েছে জলে ভাসমান প্লাস্টিক মাঠ৷ বর্তমানে পানইয়ে ক্লাব দক্ষিণ থাইল্যান্ডের অন্যতম সেরা একটি ক্লাব৷

সম্প্রতি পানইয়ে ক্লাবের সন্ধান পায় একটি থাই ব্যাংক কর্তৃপক্ষ৷ সংস্থার কর্মীদের উদ্দীপনা বাড়িয়ে তুলতে পানইয়ে দলের উপর একটি ছোট্ট সিনেমা তৈরি করা হয়৷ এরপর থেকে ছড়িয়ে পড়ে দ্বীপটি ও জলে ভাসমান ফুটবল মাঠের কথা৷ সব জেনে আপ্লুত ফিফা৷ বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার কর্তাদের অনুরোধে পানইয়ে ফুটবল নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে দুনিয়া জুড়ে৷ যাকে ঘিরে এত অনুপ্রেরণা, সেই ঈশ্বরকে কাছ থেকে দেখতে চান পানইয়ে গ্রাম৷

ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের যে বোলার কে চায় ভারত

বিশ্বকাপে বাংলাদেশের যে বোলার কে চায় ভারত

বাংলাদেশি ভক্তরা নিশ্চয়ই হরমনপ্রীত কৌরকে মনে রেখেছেন। মাঠের ম্যাচে বাংলাদেশকে সামলাতে না পেরে বাংলাদেশ আম্পায়ারদের ...

লিটনকে আমরা নেবই বলে দিলেন শান্ত, নিজেদের ফর্ম যা-তা বাদ পড়েন সাইফুদ্দিন

লিটনকে আমরা নেবই বলে দিলেন শান্ত, নিজেদের ফর্ম যা-তা বাদ পড়েন সাইফুদ্দিন

অবশেষে বাংলাদেশ তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু একজন বোলার ভালো ফর্ম করেও এক ম্যাচের ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

জুনের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের অনুষ্ঠানটি শুধু ...



রে