| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

খেলার জন্য কতটুকু ফিট সাকিব?

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ মার্চ ১৫ ১৮:৪৫:৫৭
খেলার জন্য কতটুকু ফিট সাকিব?

সাকিবের সবশেষ ফিটনেস আপডেটের অবস্থা নিয়ে মন্তব্য করতে রাজী হননি বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই বৃহস্পতিবার সাকিবকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে শুক্রবারের ম্যাচেই নামবেন।

‘দল সাকিবকে আশা করছে। অনুরোধটা টিম ম্যানেজমেন্ট থেকেই এসেছে। আমরা সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি তাকে পাঠানোর। এখন পরিস্থিতিই বলে দেবে সে খেলতে পারবে কিনা।’

বড় ধরনের ইনজুরিতে পড়া মানেই লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। সুস্থতার ছাড়পত্র পাওয়ার শেষ ধাপ ম্যাচ অনুশীলনের অনুমতি। বেশিরভাগ ক্ষেত্রেই সেটির মঞ্চ ঘরোয়া লিগ। নিজেকে পুরোপুরি ফিট অবস্থায় এনে আন্তর্জাতিক ম্যাচে নামেন ক্রিকেটাররা। সাকিবের জন্য সেই প্রক্রিয়ার অংশ হতে পারত চলমান প্রিমিয়ার লিগ। কিন্তু তিনি সোজা চলে গেলেন শ্রীলঙ্কায়। তাতে প্রশ্ন উঠছে, ঝুঁকিটা একটু বেশিই নিয়ে ফেললেন কিনা!

যেখানে আঙুলের ব্যথা কমাতে মেলবোর্ন থেকে ইনজেকশন নিয়ে সাকিব দেশেই ফিরেছেন গত রোববার। সোমবার মিরপুরের ইনডোরে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের চেষ্টা করতে দেখা যায় তাকে। ওইদিন নেটে স্বাচ্ছন্দ্য নিয়েই ব্যাটিং করেছেন সাকিব। বল হাতে অবশ্য অতটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি বাঁহাতি স্পিনারকে। শুরুতে আস্তে ছুড়লেও পরে স্বাভাবিক গতিতে বল করার চেষ্টা করেন। বুধবার একাডেমি মাঠে করেন ক্যাচিং অনুশীলনও।

সাকিব শ্রীলঙ্কা গিয়ে খেলতে পারেন, হঠাত এই খবরে বিস্মিত হয়েছেন বিসিবিপাড়ার গণমাধ্যমকর্মীরাও। কেননা একদিন আগের অনুশীলন দেখে কারও মনে হয়নি সাকিব ম্যাচ খেলার অবস্থায় আছেন। অনুশীলনে চোখ রাখা সংবাদকর্মীরা মনে করছেন একটু বেশিই ঝুঁকি নিচ্ছে বিসিবি।

সাকিব দলকে প্রেরণা যোগাতে যাচ্ছেন নাকি খেলতে যাচ্ছেন, সেই প্রশ্ন ছিল বিসিবি নির্বাহীর কাছে। তিনি বলেন, ‘আমরা সাকিবের ব্যাপারে আগেই চেষ্টা করছিলাম। কিন্তু তার ইনজুরিটা একটু সেনসেটিভ ছিল। এজন্য আমরা তাকে অস্ট্রেলিয়া পাঠাই। সেখানকার ডাক্তারের পরামর্শ নিয়ে সাকিব দেশে ফেরেন। আমরা তার জন্য যে অস্ট্রেলিয়ান ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম তার সঙ্গে যোগাযোগ আছে আমাদের মেডিক্যাল টিমের। সাকিব নিজে যদি ভাল অনুভব করে তাহলে খেলতে পারবে, এধরনের একটা পরামর্শও আছে।’

সাকিব ইনজুরিতে পড়েছিলেন গত ২৭ জানুয়ারি, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। এরপর কেটে গেছে দেড় মাস। বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে সেলাই পড়ে ১০টি। আঙুলের গোড়ালিও মচকে যায়। এরপর থেকেই চলছিল সেরে ওঠার লড়াই

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে কড়া ভাষায় মুখ খুললেন মাশরাফি

বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে কড়া ভাষায় মুখ খুললেন মাশরাফি

মাশরাফিকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যায় না। জাতীয় দল থেকে দূরে থাকলেও খেলার খোঁজ নেওয়া ...

চমক দিয়ে ২ মাসেই প্রস্তুত বাংলাদেশের বিশেষ বিশ্বকাপ ভেন্যু

চমক দিয়ে ২ মাসেই প্রস্তুত বাংলাদেশের বিশেষ বিশ্বকাপ ভেন্যু

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হতে আর মাত্র ১৬ দিন বাকি। ইতোমধ্যে বাংলাদেশের বিশ্বকাপ স্টেডিয়াম ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

জুনের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের অনুষ্ঠানটি শুধু ...



রে