ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৭ জেলার ১০টি আন্তঃজেলায়
খুলনা ও বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কগুলোতে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাগেরহাটসহ সাত জেলার ১০টি আন্তঃজেলা বাস–মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। সমিতির নেতারা জানিয়েছেন, সরকারি অনুমতি ছাড়া বিআরটিসির যানবাহন ও বিভিন্ন ধরনের থ্রি-হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ না হলে কোনোভাবেই তারা সড়কে গাড়ি নামাবেন না।
রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিকরা এই ধর্মঘটের ঘোষণা দেন। এর পাশাপাশি শহীদ মিনার সড়কে মানববন্ধনের মাধ্যমেও তারা তাদের দাবির প্রতি সমর্থন জানান।
কেন এই ধর্মঘট?
রুপসা–বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, বিগত কয়েক মাস ধরেই অবৈধ যানবাহনের কারণে মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
তার বক্তব্য অনুযায়ী—
অনুমোদনবিহীন ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ বিভিন্ন গাড়ি যত্রতত্র যাত্রী পরিবহন করছে।
নিলাম থেকে কেনা পুরনো বিআরটিসির গাড়িগুলো ‘বিআরটিসি’ নাম ব্যবহার করে রাস্তায় চলছে, যা সম্পূর্ণ বেআইনি।
প্রভাবশালী মহলের যোগসাজশে এসব গাড়ি প্রশাসনের নজর এড়িয়ে চলছে।
তিনি বলেন, “প্রশাসনের সঙ্গে বহুবার আলোচনার পরও কোনো সমাধান না আসায় আমরা বাধ্য হয়েই আন্দোলনের পথে যাচ্ছি।”
সম্পৃক্ত জেলার সংখ্যা ও রুট
এই ধর্মঘটে খুলনা বিভাগের পাশাপাশি বরিশাল বিভাগের ৭টি জেলার ১০টি পরিবহন মালিক সমিতি অংশ নিচ্ছে।ধর্মঘট কার্যকর হলে ১৮টি আঞ্চলিক ও আন্তঃজেলা রুটে যাত্রীবাহী পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহজাহান মিনা, জিয়াউদ্দিন জিয়াম সহ সমিতির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অন্যান্য জেলার নেতারাও এ সময় একাত্মতা প্রকাশ করেন।
সমিতির তিন দফা দাবি
১ অনুমোদনহীন বিআরটিসি ও লিজকৃত বিআরটিসির অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করতে হবে।২️ বিআরটিসির পথিমধ্যে থাকা সব অনিয়মিত কাউন্টার অপসারণ করতে হবে।৩️ ইজিবাইক, মাহেন্দ্রসহ থ্রি-হুইলার জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলতে পারবে না—তাদের পার্শ্ববর্তী সড়কে সীমাবদ্ধ রাখতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরির মূল্য জানুন
- পাল্টে গেলো সোনার দাম : ২২ ক্যারেট সোনা ও রুপার দাম জেনেনিন
- এক ধাক্কায় কমলো সোনার দাম — ২২ ক্যারেট স্বর্ণের নতুন ভরি মূল্য কত
- পাল্টে গেলো আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর, ২০২৫
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি
- নেই ক্রেতা, হু হু করে কমছে স্বর্ণের দাম, হঠাৎ পাল্টে গেল সোনার বাজার
- রাতারাতি সোনার দামে বড় পরিবর্তন, সোনার নতুন দাম দেখে নিন
- এলো-মেলো হয়ে যাচ্ছে স্বর্ণের দাম : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ
- একলাফে কমে গেলো সোনার দাম : আজ থেকে কম দামে মিলবে স্বর্ণ
- বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর পেঁয়াজের কেজি কত হলো, জেনেনিন
- পাল্টে গেলো সোনার দাম ; আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- হঠাৎ পাল্টে গেলো পেঁয়াজের দাম
- রাতারাতি ১২ হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম,জেনেনিন ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত বেতন বাড়লো
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল