ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

পরপর ২ গোল দিলো বাংলাদেশ, খেলাটি সরাসরি দেখুন ( LIVE)

২০২৫ নভেম্বর ১৩ ২১:২১:০৫

পরপর ২ গোল দিলো বাংলাদেশ, খেলাটি সরাসরি দেখুন ( LIVE)

নেপালের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে এগিয়ে গেছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এই দারুণ প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে ভাসছে দর্শকরা।

বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন

প্রথমার্ধের শেষ পর্যন্ত ০–১ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দল বদলে যায় পুরো চিত্র।

৫৩তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের নিখুঁত ক্রস থেকে হেডে সমতা আনেন রাকিব হোসেন।তার মাত্র ৭ মিনিট পর, ৬০তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি–কিক থেকে গোল করে বাংলাদেশকে ২–১ গোলে এগিয়ে দেন হামজা চৌধুরী।

স্টেডিয়ামে তখন উল্লাসে ফেটে পড়েন দর্শকরা।

দলের লড়াইয়ে প্রাণ ফিরে পেলো বাংলাদেশ

প্রথমার্ধে আক্রমণে ধার না থাকলেও দ্বিতীয়ার্ধে কোচ জেভিয়ার কাবরেরার কৌশল বদলে দেয় পুরো খেলার মোড়।

মাঝমাঠে শমিত সোম নামার পর আক্রমণে গতি বাড়ে, এবং বাংলাদেশের পাসিং গেম আরও সংগঠিত হয়ে ওঠে।

হামজা, জামাল ও সোহেল রানাদের সমন্বয়েই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় লাল–সবুজ জার্সিধারীরা।

নেপাল এখন চাপে

নেপাল কোচ হরি খাড়কা রক্ষণভিত্তিক ফরমেশন নিয়ে মাঠে নামলেও, দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ধারাবাহিক আক্রমণে তাদের রক্ষণ ভেঙে পড়ে।গোলরক্ষক কিষাণ কিরণ একাধিক শট ঠেকালেও, হামজা ও রাকিবের দুর্দান্ত গোল থামাতে পারেননি।

খেলা দেখতে এখানেক্লিক করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ