ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশের রানের বন্যা

২০২৫ নভেম্বর ১৩ ১৪:৩৫:১৫

বাংলাদেশের রানের বন্যা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি ছিল বাংলাদেশের দখলে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে বাংলাদেশ করেছে ৭ উইকেটে ৫৬১ রান, ফলে এখন ২৭৫ রানের বিশাল লিডে আছে স্বাগতিকরা।

মাহমুদুল হাসান জয়: ১৭১ রানে অবিচল দাপট

ওপেনার মাহমুদুল হাসান জয় ২৯৬ বল মোকাবিলা করে ১৪ চার ও ৪ ছক্কায় খেলেছেন দুর্দান্ত ১৭১ রানের ইনিংস।তার ব্যাটেই দলের বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুতগতিতে ১০০ রান (১১৯ বলে, ১৪ চার) তুলে দলের স্কোরকে এগিয়ে নেন।এছাড়া মুমিনুল হক (৮২), সাদমান ইসলাম (৮০) ও লিটন দাস (৬০) সবাই মিলে দলকে লিড এনে দেন।

বাংলাদেশ ইনিংসের স্কোরকার্ড

ব্যাটসম্যানরানবলচারছক্কা
মাহমুদুল হাসান জয় 171 296 14 4
নাজমুল হোসেন শান্ত 100 119 14 0
মুমিনুল হক 82 132 8 0
সাদমান ইসলাম 80 104 10 0
লিটন দাস 60 66 7 1
মেহেদী হাসান মিরাজ 17 25 2 0

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ