ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

গোল,গোল, আর্জেন্টিনা ম্যাচে প্রথম গোল,খেলাটি সরাসরি দেখুন (LIVE)

২০২৫ নভেম্বর ০৯ ১৮:৫৬:৩০

গোল,গোল, আর্জেন্টিনা ম্যাচে প্রথম গোল,খেলাটি সরাসরি দেখুন (LIVE)

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup 2025) গ্রুপ ডি’র তৃতীয় ও শেষ দিনের (Matchday 3 of 3) গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমানে মুখোমুখি হয়েছে ফিজি অ-১৭ (Fiji U-17) ও আর্জেন্টিনা অ-১৭ (Argentina U-17) দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচের ১৭তম মিনিটে খেলার অবস্থা গোলশূন্য (0-0)। উভয় দলই রক্ষণভাগে দৃঢ়তা দেখিয়ে আপাতত সমতা ধরে রেখেছে, ফলে ম্যাচটি এখনো পুরোপুরি খোলা।

ভেন্যু ও ম্যাচ পরিস্থিতি:এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কাতারের দোহায়, অ্যাসপায়ার জোনের পিচ ৩-এ (Aspire Zone – Pitch 3)। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে আজকের ম্যাচে জয় পেতে মরিয়া উভয় দলই নিজেদের সেরা একাদশ নামিয়েছে। ফিজি দলের কোচ এস. কুমার (S. Kumar) তার দলকে রক্ষণাত্মক কৌশলে সাজিয়েছেন, অন্যদিকে আর্জেন্টিনার কোচ ডি. প্লাসেন্টে (D. Placente) আক্রমণভিত্তিক ফরমেশন নিয়েছেন প্রতিপক্ষের রক্ষণ ভাঙার লক্ষ্যে।

বদলি খেলোয়াড় ও রিজার্ভ বেঞ্চের প্রস্তুতি:ম্যাচে এখনো গোল না আসায় দুই দলই যেকোনো সময় পরিবর্তনের কৌশল নিতে পারে। শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি রেখেছে উভয় দল।

ফিজির বিকল্প খেলোয়াড়রা:কানভ মনি গাউন্ডার (৩), জেসন র্যান্ডেল ডাউ (৮), রায়াইন ডিক্সন ডেভিড (১১), কোপাহ জিত সিং (১৩), সাউলা ভেইলাওয়া (১৫), এলিজাহ রাভিয়া (১৬), রায়াইন আচারি (১৯), ইসোয়া লাটুই (২০), উসাইয়া কিও (২১)।

আর্জেন্টিনার বিকল্প খেলোয়াড়রা:আলবার ক্যাস্টেলউ (১), ফার্নান্দো ক্লস্টার (২), সাইমন এসকোবার (৩), মাটিয়াস সাটাস (৬), ফেলিপে এসকুইভেল (৭), জেরোনিমো গোমেজ ম্যাটার (৮), টমাস ডি মার্টিস (৯), আলেজান্দ্রো তেলো (১৫), ফেলিপে পুজোল (১৬), ভ্যালেন্টিন রেইজিয়া (২১)।

খেলার চিত্র (১৭ মিনিট পর্যন্ত):এখন পর্যন্ত ম্যাচের গতি সমানতালে চলছে। আর্জেন্টিনা মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে ফিজি রক্ষণভাগে ঘনিষ্ঠ ব্লক গঠন করে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করছে। গোলশূন্য এই অবস্থায় উত্তেজনা বাড়ছে প্রতি মিনিটে—কে প্রথম গোলের দেখা পাবে, সেটাই এখন ফুটবলপ্রেমীদের প্রধান প্রশ্ন।

খেলাটি সরাসরি লাইভ দেখতে এখানেক্লিককরুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ