ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

নতুন ইাতহাস গড়লেন লিওনেল মেসি

২০২৫ নভেম্বর ০৯ ১১:১৯:০৯

নতুন ইাতহাস গড়লেন লিওনেল মেসি

লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সের ওপর ভর করে কনফারেন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে ৪–০ গোলে বিশাল জয়ের মাধ্যমে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লো ক্লাবটি। অধিনায়ক মেসির জোড়া গোল ও একটি গোলে অবদান রাখার সুবাদেই এই ঐতিহাসিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

‘বেস্ট অব থ্রি’ প্লে-অফ পর্বের প্রথম দুটি ম্যাচ ১–১ ব্যবধানে ড্র হওয়ার পর তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সেমিফাইনালে ওঠার নির্ণায়ক লড়াই। কঠিন এই সমীকরণের মুখোমুখি হয়েই মাঠে নামে ইন্টার মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটেই দর্শনীয় এক শটে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এরপর বিরতির আগে ৩৯তম মিনিটে তিনি দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ২–০ তে।

দ্বিতীয়ার্ধে মায়ামির আক্রমণ অব্যাহত থাকে। ম্যাচের ৭৩ ও ৭৬ মিনিটে আলেন্দে পরপর দুটি গোল করে জয় নিশ্চিত করেন। ফলে ৪–০ ব্যবধানে জয় পেয়ে ইতিহাস গড়ে মায়ামি, যা তাদের কনফারেন্স লিগের প্রথম সেমিফাইনাল নিশ্চিত করে।

ইতিহাসের পাতায় মেসি: প্রথম ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্ট

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে সতীর্থকে একটি নিখুঁত পাস দিয়ে মেসি ছুঁয়ে ফেলেছেন এক নতুন মাইলফলক— ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ অ্যাসিস্ট।

তার ৪০০ অ্যাসিস্টের অসাধারণ পরিসংখ্যান নিচে দেওয়া হলো

মেসির ক্যারিয়ারে মোট ৪০০ অ্যাসিস্ট

দলঅ্যাসিস্ট সংখ্যা
বার্সেলোনা ২৬৯
আর্জেন্টিনা জাতীয় দল ৬০
পিএসজি ৩৪
ইন্টার মায়ামি ৩৭
মোট৪০০

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ