ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ,আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার

২০২৫ নভেম্বর ০৭ ০০:২৫:০১

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ,আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার

ঢাকায় এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল)। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ৫ তারিখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যেখানে অংশ নেবে ল্যাটিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি— ব্রাজিল ও আর্জেন্টিনা এবং স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের দল গঠন করা হবে সাবেক তারকা ফুটবল খেলোয়াড়দের নিয়ে। প্রতিটি দল তাদের দেশের জার্সি পরে খেলবে। এই আয়োজনের জন্য ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমোদনও নেওয়া হয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে, ব্রাজিলের দলটির সঙ্গে থাকবেন কিংবদন্তি ফুটবলার কাফু। প্রতিটি দল একবার করে পরস্পরের সঙ্গে মোকাবিলা করবে, যা দর্শকদের জন্য হবে এক দারুণ ফুটবল উদযাপন।

সুপার কাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামীকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজকরা তুলে ধরবেন। এছাড়া ডিসেম্বর ৫ থেকে ১৫ পর্যন্ত ঢাকা জাতীয় স্টেডিয়াম সুপার কাপের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ