ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ সময় ভোর ৫ টায় মাঠে নামবে আর্জেন্টিনা, জেনেনিন তারিখ ও লাইভ দেখার উপায়

২০২৫ অক্টোবর ১৯ ০৭:৩৮:৪৬

বাংলাদেশ সময় ভোর ৫ টায় মাঠে নামবে আর্জেন্টিনা, জেনেনিন তারিখ ও লাইভ দেখার উপায়

রেকর্ড ষষ্ঠবারের শিরোপা জয়ের পর এবার সপ্তমবারের লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর মরক্কো।

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাডানোস স্টেডিয়ামে।

ফুটবলপ্রেমীরা এই রোমাঞ্চকর ফাইনালটি ফিফা+ ওয়েবসাইট ও অ্যাপে লাইভ স্ট্রিমিংয়ে উপভোগ করতে পারবেন।

ম্যাচের সময় ও সম্প্রচার মাধ্যম

ফিফা অনূর্ধ্ব-২০ ফাইনাল শিডিউল

ফাইনাল — ম্যাচের সময় ও লাইভ স্ট্রিমিং
দেশম্যাচের দিন ও সময়লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম
ভারত (India) সোমবার, ভোর ৪:৩০ (IST) FIFA+ ওয়েবসাইট ও অ্যাপ
বাংলাদেশ (Bangladesh) সোমবার, ভোর ৫:০০ (BST) FIFA+ ওয়েবসাইট ও অ্যাপ

ভারতে কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না।

অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ডি থেকে শতভাগ জয় নিয়ে শীর্ষে থেকে নকআউটে পা রাখে। এরপর তারা নাইজেরিয়া, মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।দলের আক্রমণভাগ ছিল অত্যন্ত ধারালো — এখন পর্যন্ত তারা ১৫ গোল করেছে, হজম করেছে মাত্র ২টি।বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেখো সারকো করেছেন দলের সর্বোচ্চ ৪ গোল।

মরক্কোর ঐতিহাসিক ফাইনাল যাত্রা

অপরদিকে মরক্কো এই টুর্নামেন্টে লিখছে এক অনন্য ইতিহাস।গ্রুপ পর্বে স্পেন ও ব্রাজিলের মতো পরাশক্তিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। এরপর নকআউটে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে পৌঁছেছে ফাইনালে।এটি তাদের ইতিহাসে প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনাল।ইয়াসির জাবিরি, যিনি পর্তুগালের প্রিমেইরা লিগার ফামালিকাও ক্লাবে খেলেন, করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৩ গোল।

শিরোপার লড়াই: ইতিহাস নাকি নব অধ্যায়

সবচেয়ে সফল দল হিসেবে আর্জেন্টিনা এবার সপ্তম ট্রফি জয়ে বদ্ধপরিকর।অন্যদিকে, মরক্কো চায় আফ্রিকান ফুটবলে নতুন ইতিহাস লিখতে—২০০৯ সালের ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্নে বুক বাঁধছে তারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ