ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

এনসিপির আচরণ দেখে মনে হচ্ছে, তারা যেন সরকার গঠনের পথে — নুরুল হক নুর

২০২৫ অক্টোবর ০৭ ১৩:০৮:১৫

এনসিপির আচরণ দেখে মনে হচ্ছে, তারা যেন সরকার গঠনের পথে — নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “এনসিপি নেতাদের ঔদ্ধত্য ও অহমিকা দেখে মনে হচ্ছে, তারা যেন সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।” সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “মনে হচ্ছে, আমরা যেন তাদের পেছনে জোট করার জন্য বা মন্ত্রী হওয়ার আশায় লাইনে দাঁড়াবো। অথচ বাস্তবতা একদম ভিন্ন।” তিনি ব্যঙ্গ করে যোগ করেন, “গ্রামে একটা কথা আছে— অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে পড়লে বুঝে না কী করবে। তেমনি কেউ হঠাৎ ক্ষমতার গন্ধ পেলেই নিজেকে বড় কিছু ভাবতে শুরু করে।”

গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, “আমি এনসিপির কিছু ভাই ও সহকর্মীদের বক্তব্য শুনেছি— স্পষ্ট বোঝা যায়, তাদের মধ্যে একটি অংশ নিজেদের নেতৃত্ব ধরে রাখতেই চায় না যে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হোক।”

নুর জানান, অসুস্থ থাকা সত্ত্বেও তিনি একীভূত হওয়ার বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন। সেখানে উপস্থিত বেশিরভাগ নেতা একমত হয়েছেন যে, “এই গণ-অভ্যুত্থানের পর তরুণরা যদি রাজনীতিতে শক্ত অবস্থান নিতে না পারে, তাহলে পুরনো রাজনৈতিক সংস্কৃতিই আবার আধিপত্য বিস্তার করবে।”

তিনি বলেন, “তরুণদের হাতে টাকা-পয়সা বা পেশিশক্তি নেই। তাই ঐক্যবদ্ধ না হলে তারা কোণঠাসা হয়ে পড়বে। সেই কারণেই এনসিপি ও গণ অধিকার পরিষদের এক হওয়া দরকার। এতে শুধু দল নয়, দেশেরও উপকার হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ