ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ: মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৮:০৯:১৬

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ: মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এবতেদায়িতে মিড-ডে মিল চালু হবে এবং শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রবর্তিত হবে। এছাড়া **পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ বছর থেকে বৃত্তি পরীক্ষা দিতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

চেয়ারম্যান নূরুল হক বলেন, "মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আগে যে শর্তগুলো আইনের বেড়াজালে বাঁধা ছিল, আমরা তা সম্প্রসারিত করেছি। আমাদের লক্ষ্য, সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও দেশপ্রেমিক মানুষ হোক।"

তিনি আরও বলেন, "মাদ্রাসার শিক্ষার সিলেবাসে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যোগ্য আলেম তৈরির জন্য যা প্রয়োজন, তা আমরা নিশ্চিত করব।"

চেয়ারম্যান হক মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "যারা মাদ্রাসা থেকে শিক্ষা নেন, তাদের অন্তরে থাকে আল্লাহর ওহি জ্ঞান এবং রাসুলের সুন্নাহর জ্ঞান। তারা ভদ্র, শান্ত ও দেশপ্রেমিক হয়। বিগত সময়ে কোনো মাদ্রাসার শিক্ষিত ব্যক্তি দেশের অর্থনৈতিক অপরাধে জড়িত ছিল না।"

তিনি ইতিহাসের কথাও স্মরণ করিয়ে দেন, "ফ্যাসিস্ট সরকারের সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নানা প্রয়াস করা হয়। আলেম ওলামাদের হেনস্থা, মিথ্যা মামলা ও অন্যায় শাস্তি দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল।"

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম আবদুল্লাহ, কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুক প্রমুখ।

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত