ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

একলাফে কমলো পেয়াজের দাম

২০২৫ আগস্ট ১৫ ১৫:৩৯:৫৭

একলাফে কমলো পেয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক: কয়েক সপ্তাহের টানা ঊর্ধ্বগতির পর অবশেষে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সরবরাহ ঘাটতির অজুহাতে ক্রমাগত বেড়ে যাওয়া এই নিত্যপণ্যের পাইকারি দর তিন দিনের ব্যবধানে কেজিতে কমেছে অন্তত ১০ টাকা। তবে এখনও এর প্রভাব খুচরা বাজারে পড়েনি, ফলে ভোক্তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে পেঁয়াজের দাম বেড়েছিল ৩৩ শতাংশেরও বেশি। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসাইন অভিযোগ করেছেন, প্রতিবছরের মতো এবারও আড়তদার ও ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছেন। তার মতে, বাজারে সরকারের কার্যকর মনিটরিং না থাকায় ব্যবসায়ীরাই দাম নিয়ন্ত্রণের মূল শক্তি হয়ে উঠেছে।

সরকার গত ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার পরপরই পাইকারি বাজারে পরিবর্তন দেখা যায়। ঢাকার শ্যামবাজারে যেখানে তিনদিন আগে কেজি পেঁয়াজ ৭৬ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে বর্তমানে তা ৬৫-৬৬ টাকায় নেমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির পেঁয়াজ বাজারে ঢুকতে শুরু করলে দাম আরও কমবে।

তবে খুচরা বাজারে এখনো কেজি প্রতি ৮৫-৯০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতাদের দাবি, তারা বেশি দামে পেঁয়াজ কিনেছেন, তাই পুরোনো স্টক শেষ না হওয়া পর্যন্ত কম দামে বিক্রি করলে লোকসান হবে। অন্যদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাঠ পর্যায়ে অভিযান শুরু করেছে যাতে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত