ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ভর্তি পরীক্ষা আজ

২০২৫ জানুয়ারি ১৭ ০৯:০৮:০২

ভর্তি পরীক্ষা আজ

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এবারের পরীক্ষায় অংশ নিতে মোট ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সেই হিসাবে প্রতি আসনের জন্য ২৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবেশপত্র ও কালো রঙের বলপয়েন্ট কলম ছাড়া কোনো অতিরিক্ত সামগ্রী আনা যাবে না। ঘড়ি, ক্যালকুলেটর ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার দিন কেন্দ্রের গেট সকাল ৮টায় খুলবে এবং সকাল সাড়ে ৯টায় বন্ধ হয়ে যাবে। তাই পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত