ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ার লজ্জাজনক পরাজয় নিয়ে মজা করতেছে ভন-হার্শা

২০২১ আগস্ট ১০ ২২:৫৮:২৪

অস্ট্রেলিয়ার লজ্জাজনক পরাজয় নিয়ে মজা করতেছে ভন-হার্শা

১৩.৪ ওভারে অলআউট হয়েও গড়েছে লজ্জার ইতিহাস। এত কম সময়ের মধ্যে যে অস্ট্রেলিয়ার ইনিংস আর কখনোই গুটিয়ে যায়নি। ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের দ্বৈরথটা অনেক পুরোনো। এ দুই দেশের টেস্ট সিরিজ ‘অ্যাশেজ’–এর মর্যাদা দুই দলের কাছে অন্য মাত্রার।

অনেক সময় বিশ্বকাপও গৌণ হয়ে যায় এই দুই দলের টেস্ট লড়াইয়ের কাছে। একটা অ্যাশেজে হার কিংবা জিত অনেক বড় হয়েই দেখা দেয় ইংলিশ বা অস্ট্রেলীয়দের কাছে। অ্যাশেজের বাইরেও ক্রিকেট মাঠে চিরশত্রুদের অসহায়ত্বও উপভোগ্য ইংলিশ কিংবা অস্ট্রেলিয়ানদের কাছে।অস্ট্রেলিয়ার এমন হারকে খোঁচা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

চিরশত্রু অস্ট্রেলিয়ার লজ্জাজনক পরাজয়কে তো বেশ উপভোগ করছেন মাইকেল ভন। সামাজিক যোগামাধ্যম টুইটারে ভন লিখেছেন, ‘অজিরা ৬২ রানে অলআউট। এখন উপভোগের সময়।’ বরাবরই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত বলে পরিচিত হার্শা ভোগলে টুইট করেছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল পাঠানোকে ইঙ্গিত করে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে কি হয়েছে, এটাকে অস্ট্রেলিয়া কোন দৃষ্টিকোণ থেকে দেখছে?’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

বাবর আজমকে শাস্তি দিলো আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে আইসিসি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। ম্যাচ চলাকালীন ক্ষোভে স্টাম্পে... বিস্তারিত