| ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বাংলাদেশ আমার বাবার বাড়ি, স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার’

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ নভেম্বর ১৮ ২১:৩৭:২৯
‘বাংলাদেশ আমার বাবার বাড়ি, স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার’

আসন্ন লিগকে সামনে রেখে ঢাকায় চলে এসে নিজের ইচ্ছের কথা জানালেন তারিক কাজী। জানালেন তার ভবিষ্যত নিয়ে ভাবনার কথা। জানালেন তার স্বপ্নের কথা।

ফিনল্যান্ডে যখন প্রথমবার ইউরো খেলার এমন সুখবরের বাতাস বইছে। সামনে আরও বড় ভবিষ্যত অপেক্ষা করছিল ক্যারিয়ারে। সেখানে বাংলাদেশে খেলতে আসার কারণ কি জানতে চাইলে এক গণমাধ্যমকে নওগার এই সন্তান বলেন, ‘ফিনল্যান্ডে অনেক ঠাণ্ডা, বাংলাদেশে আবহাওয়াটা একটু অন্যরকম। একটু গরম। কিন্তু আমি বাংলাদেশ ও বসুন্ধরা কিংসের হয়ে প্রত্যেকটা মুহূর্তই দারুণভাবে কাটিয়েছি। এবং ভবিষ্যত নিয়ে রোমাঞ্চিত।’

ছোটবেলা থেকে ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী বাংলা ভাষায় এখনও ততটা সাবলীল নন তবু কথোপকথন যথাসম্ভব বাংলাতেই চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আধো বাংলাতেই তিনি বলেন, ‘আমার স্বপ্ন একদিন আমি বাংলাদেশ দলের ন্যাশনাল টিমে খেলবো। এটা আমার বাবার বাড়ি।’

স্বপ্ন দেখার পাশাপাশি জাতীয় দলের খোঁজখবর নিয়মিতভাবেই রাখেন তারিক। দলের অনেক ফুটবলারকেও চেনে বলে জানান তারিক, আমি জাতীয় দলের বর্তমান খেলাগুলো ফলো করেছি। খেলোয়াড়দেরও চিনি।

এর আগে দলবদলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে বসুন্ধরা কিংসের হয়ে ট্রায়াল দিতে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন তারিক কাজী। ট্রায়াল দেখে দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের দৃষ্টি কেড়েছেন এই ডিফেন্ডার। ফিনল্যান্ডের সর্বোচ্চ লিগে খেলা এই তরুণ ডিফেন্ডার এখনই লাল-সবুজ শিবিরে খেলার যোগ্যতা রাখেন বলে মন্তব্য ক্লাব সংশ্লিষ্টদের।

তবে, তারিক কাজীকে আগে এ দেশের ফুটবলে থিতু হতে হবে বলে মনে করেন কোচ জেমি ডে, ‘তার দরজা খোলা। আগে দেখি সে তার নতুন দলের হয়ে কেমন করে। বাংলাদেশের মাটিতে কেমন খেলে।’

দেশের ফুটবলের যারা খোঁজ-খবর রাখেন তাদের কাছে পরিচিত নাম তারিক কাজী।

লাল-সবুজদের পোস্টার বয় জামাল ভূঁইয়ার মতোই ফুটবলে আগমণ তারিক কাজীর। ফিনল্যান্ডেই ছোটবেলা থেকে ফুটবলটাকে ধ্যানজ্ঞান হিসেবে নিয়েছেন এই রাইটব্যাক। জায়গা করে নিয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৭-১৮-১৯ দলে। র‌্যাঙ্কিংয়ে ৫০-এর মধ্যে থাকা ফিনল্যান্ডের সর্বোচ্চ লিগেও খেলছেন দাপটের সঙ্গে। দেশের ফুটবলের টানে চলে এসেছেন বাংলাদেশে।

নওগায় পিতৃভূমি তারিকের। সেই সুবাদে দেশের টানে আসা-যাওয়া তার। এখন খেলছেন ফিনল্যান্ডের ক্লাব ইলভেস্ ট্যাম্পেরেতে। ইতোমধ্যে ইউরোপা লিগের বাছাইপর্বের একটি ম্যাচও খেলে ফেলেছেন তারিক। ক্লাবের হয়ে চুক্তি শেষ হবে ডিসেম্বর মাসেই। কিংসের সঙ্গে চুক্তিও সেড়ে ফেলেছেন তারিক।

সামনের বছর জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের পঞ্চম ম্যাচ আছে ঢাকাতেই। মার্চের ২৬ তারিখ আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। পারফরম্যান্স দেখিয়ে তারিক সুযোগ পেতে পারেন এ দলেও। শুধু তারিক নয় দেশের সব ফুটবলারদের জন্য সুযোগ বলে মনে করেন জেমি, ‘শুধু তারিক নয় যারাই ভাল পারফরম্যান্স করতে পারবে তারাই দলে সুযোগ পেতে পারে।’

আর ব্যাটে বলে হয়ে গেলেই জামাল ভূঁইয়ার পর জাতীয় দলেও এই ফুটবলারের সুযোগ হতে পারে। সে জন্য থিতু হতে হবে দেশের ফুটবলে।

ক্রিকেট

এবার কোহলির যে কথা খুশি করে দিয়েছে আফ্রিদিকে

এবার কোহলির যে কথা খুশি করে দিয়েছে আফ্রিদিকে

রাজনৈতিক বৈরিতার কারণে গত এক যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ তো ...

মুস্তাফিজ থাকলে ম্যাচ জেতা হোতোনা বেঙ্গালুরুর, চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে একি বললো বিরাট কোহলি

মুস্তাফিজ থাকলে ম্যাচ জেতা হোতোনা বেঙ্গালুরুর, চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে একি বললো বিরাট কোহলি

আইপিএলের ৬৮ তম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের জন্যই কঠিন ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে