| ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশে অসহায় ভারত

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ নভেম্বর ১৭ ১১:৪৩:৪২
বাংলাদেশে অসহায় ভারত

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে ভারত। ভারতের দেয়া ২৪৭ রানের টার্গেট বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখেই টপকে যায়।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত প্রথম উইকেট হারায় দলীয় ১৯ রানেই। শরৎ ১২ রান করে হাসান মাহমুদের বলে আউট হলে ভাঙে ওপেনিং জুটি। এরপর জুয়াল ও সানভির সিং মিলে এগিয়ে নেয়ার চেস্টা করেন। দলীয় ৬১ রানের মাথায় সৌম্য সরকারের বলে সানভির ২৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

এরপর এক রানের মধ্যেই দুই উইকেট হারায় ভারত। দলীয় ৮৭ রানে মেহেদী হাসানের বলে জুয়াল (৩৭) ও ৮৮ রানের মাথায় রাথোড (০) সুমন খানের বলে আউট হন।

এরপরই আবার দারুণ এক জুটিতে ম্যাচে ফেরে ভারত। ৮৮ থেকে ২১৩তে রানকে নিয়ে যায় আরমান জাফর ও বিনয়ক গুপ্তা। গুপ্তা ৪০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। সৌম্য সরকারের বলে আউট হন তিনি।

এরপর একপাশে জাফর দাড়িয়ে থাকলেও অন্য প্রান্তে পরপর দুই উইকেট হারায় ভারত। দুজনেই আউট হন শূন্য রানেই। এই তারকাদের আসা যাওয়ার মিছিলে যোগ দেন জাফরও। ৯৮ বলে ১০৫ রান করা জাফর অস্টম উইকেট হিসেবে আউট হন দলীয় ২১৯ রানের মাথায়। শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৬ রান করে ভারত।

বাংলাদেশের পক্ষে সুমন খান ৪টি, সৌম্য সরকার ও তানভীর ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।

জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগাররা। দলীয় ১৫ রানের মাথায় নাঈম শেখ ৯ বলে ১৪ রান করে আউট হয়ে যান।

এরপরই দারুণ এক জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ব্যাটিং তোপে রীতিমত অসহায় ছিল ভারত। দুজনে মিলে ১৪৪ রানের জুটি গড়েন। দলীয় ১৫৯ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রান করে সৌম্য আউট হলে ভাঙে এই জুটি। ৬৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন তিনি।

সৌম্যর মতই হতাশ হতে হয় শান্তকে। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন তিনি। ৮৮ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ৯৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত।

তবে আফিফ ও ইয়াসির আলীর ব্যাটিং দৃঢ়তায় জয় পেতে বাংলাদেশের কোন সমস্যাই হয়নি। এই দুজনের জুটিতে আসে ৪১ রান। বাংলাদেশের জয় যখন সময়ের ব্যাপার তখনই আউট হয়ে যান ইয়াসির আলী। ২১ রান করেন তিনি।

ইয়াসিরের আউটের সময় জয় থেকে মাত্র ৫ রান দূরে ছিল বাংলাদেশ। সেটা নিতে কোন সমস্যাই হয়নি আফিফ ও জাকিরের। আফিফ ৩৪ ও জাকির ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

প্রথম ম্যাচে হংকংকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল টাইগাররা।

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...

বিশ্বকাপ জার্সি উন্মোচন কবে মুখ খুললেন জালাল ইউনুস

বিশ্বকাপ জার্সি উন্মোচন কবে মুখ খুললেন জালাল ইউনুস

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশের নতুন জার্সি এখনো উন্মোচন ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে