| ঢাকা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

নাঈমের ঘূর্ণি জাদু এড়িয়ে আশরাফুলদের ড্র

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ অক্টোবর ২০ ১৮:১৪:১৯
নাঈমের ঘূর্ণি জাদু এড়িয়ে আশরাফুলদের ড্র

১০৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ১১৩ রানের মাথায় মাসুম খানের বলে তাসামুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন আশরাফুল। এ ছাড়া ওপেনার শাহরিয়ার নাফিস ৪২ ও মোসাদ্দেক হোসেন ৩৫ রান করেন। ম্যাচটি প্রত্যাশিতভাবে ড্র হওয়ার কথা থাকলেও উত্তেজনা ছড়িয়ে দেন চট্টগ্রামের স্পিনার নাঈম হাসান। ৫৪ রান খরচায় চার উইকেট নেন তিনি।

বরিশালের চেয়ে ১৯০ রানে এগিয়ে থেকে আজ দিনের খেলা শুরু করেছিল চট্টগ্রাম বিভাগ। এরপর পিনাক ঘোষের হাফ সেঞ্চুরি এবং মাহিদুল ইসলাম অংকনের ৪৩ রানের ইনিংসে ৬ উইকেটে ১৯৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে মুমিনুল হকের চট্টগ্রাম।

ফলে বরিশালের সামনে ৩৩৬ রানের লক্ষ্য নির্ধারিত হয়। বরিশালের পক্ষে ২টি উইকেট শিকার করেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি, ইরফান শুক্কুর এবং মাসুম খানের হাফ সেঞ্চুরিতে ৩৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম। অংকন ৯১, ইয়াসির ৭০, ইরফান ৫৭ এবং মাসুম ৫০ রান করেন। বরিশালের পক্ষে ৯৯ রান খরচায় ৪ উইকেট নেন মনির হোসেন। এছাড়াও ২ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এরপর নিজেদের প্রথম ইনিংস শুরু করার পর চট্টগ্রামের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি বরিশালের ব্যাটসম্যানরা। মাত্র ২১৬ রানে অলআউট হয় তারা।

মাত্র ২১ রান করে মেহেদী হাসান রানার বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। আর মোসাদ্দেক ফিরে যান ৪ রান করে। অবশ্য শেষদিকে নুরুজ্জামানের ৬০ রানের ইনিংসে মান বাঁচে আশরাফুলদের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার রাফসান আল মাহমুদের ব্যাট থেকে।

চট্টগ্রামের পক্ষে ৬২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন অফ স্পিনার নাঈম হাসান। এছাড়াও দুটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা, নোমান চৌধুরী এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি।

সংক্ষিপ্ত স্কোরঃ-

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ৩৫৬/১০ (১৩৪.৩ ওভার)(অংকন ৯১, ইয়াসির ৭০; মনির ৪/৯৯)

বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ২১৬/১০ (৮২.৩ ওভার)(নুরুজ্জামান ৬০, রাফসান ৪৯; নাঈম ৪/৬২)

চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১৯৫/৬ (৪৭ ওভার) (ইনিংস ঘোষণা)

(পিনাক ৫৪, অংকন ৪৩; রাব্বি ২/৪৩)

বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১৭৪/৭ (৬৫ ওভার) (লক্ষ্য ৩৩৬ রান)(আশরাফুল ৬০, নাফিস ৪২; নাঈম ৪/৫৪)

ক্রিকেট

তাসকিনের পরিবর্তে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে যে ক্রিকেটারকে সুযোগ দিলো বিসিবি

তাসকিনের পরিবর্তে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে যে ক্রিকেটারকে সুযোগ দিলো বিসিবি

গতকাল শেষ হল বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজ ৪-১ জিতে নেয় বাংলাদেশ। তবে সিরিজের ৪র্থ ...

বাংলাদেশের বিশ্বকাপ দল প্রকাশ করলেন নাজমুল আবেদীন

বাংলাদেশের বিশ্বকাপ দল প্রকাশ করলেন নাজমুল আবেদীন

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে শুরু হবে ...

ফুটবল

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

বায়ার্ন কি পারবে রিয়ালকে বধ করতে?

চ্যাম্পিয়নস লিগেরগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে মে ৯ তারিখ রাত ১ টায় মুখোমুখি হবে ক্লাব ...

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

কোপা আমেরিকার আগে বড় ইনজুরি মেসি সহ দুই বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়

জুনের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। তবে এবারের অনুষ্ঠানটি শুধু ...



রে