| ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন পাপন, রুবেলের পাশে বিসিবি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ মার্চ ১৩ ১৬:৪৫:৩৩
চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন পাপন, রুবেলের পাশে বিসিবি

এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য ৮-১০ জন অপরিহার্য জাতীয় দলের সদস্যের মতো মোশাররফ রুবেলকেও একই চোখে দেখবে? বিভিন্ন সময় মাশরাফি, তামিম, নাসির, তাসকিনসহ সমসাময়িক ক্রিকেটারদের মতো রুবেলের ক্ষেত্রেও কি বোর্ড মোটা অঙ্কের অর্থ খরচ করবে?

একজন সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে হয়তো মানবিক কারণে মোশাররফ রুবেল বোর্ডের কাছ থেকে সব ধরনের সাহায্য ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা আশা করতেই পারেন। তবে কঠিন সত্য হলো, তিনি এখনো জাতীয় দলে ফিরলে বা জাতীয় দলের অপরিহার্য সদস্য থাকলে তাকে সুস্থ করে তুলতে বোর্ড যতোটা উন্মুখ থাকত, সঙ্গত কারণেই তা থাকার কথা নয় এখন।

তাহলে বিসিবি কি করবে? শুধু যৎসামান্য সাহায্য দিয়ে ক্ষান্ত দেবে বোর্ড? মোশাররফ রুবেলের ব্রেইন টিউমারের মতো বড় ও জটিল রোগ সারাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা কী থাকবে? তা জানতেও রাজ্যের কৌতূহল অনেকের।

যিনি এ কৌতূহলী প্রশ্নের সবচেয়ে ভালো জবাব দিতে পারেন, সে বিসিবি প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দীন চৌধুরী সুজন আজ বুধবার জাগো নিউজকে বলেন, ‘আমরা মোশাররফ রুবেলের ব্রেইন টিউমারের বিষয়ে সম্যক অবগত ও তার রোগমুক্তিতে যারপরনাই আন্তরিক। বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন স্যার নিজে এ বিষয়ে আন্তরিক। রুবেলের চিকিৎসায় সম্ভাব্য সব রকমের সাহায্য-সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। যার অধীনে চলবে রুবেলের চিকিৎসা, সেই মাউন্ট এলিজাবেথ হসপিটালের বিশেষজ্ঞের সঙ্গে বিসিবি প্রধান নিজেই কথা বলেছেন।’

সিইও আরও জানান, পাপন স্যার নিজেও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চেকআপের জন্য যান মাঝে মধ্যে। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যেচেই কথা বলেছেন।

সিইও আশ্বস্ত করেছেন, বোর্ড মোশাররফ রুবেলের পাশে আছে, থাকবে। তিনি বলেন, ‘রুবেল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন নিজ উদ্যোগেই। আমরা তার পাশে আছি ও থাকবো।’

সিইওর কথায় পরিষ্কার ইঙ্গিত মোশাররফ রুবেলের চিকিৎসার একটা উল্লেখযোগ্য অংশ হয়তো বোর্ড বহন করবে। তবে এটা পরিষ্কার রুবেলের চিকিৎসার সমুদয় দায়-দায়িত্ব বোর্ড নিচ্ছে না। তারা ধরেই নিয়েছে রুবেল নিজ উদ্যোগেই সিঙ্গাপুর যাচ্ছে। একজন সাবেক ক্রিকেটার হিসেবে মানবিক দিক থেকেই রুবেলের পাশে থাকবে বোর্ড।

সিইও নিজামউদ্দীন চৌধুরী যে তার চিকিৎসার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কাছে তা নিজেই স্বীকার করেছেন মোশাররফ রুবেল। বুধবার জাগো নিউজের সঙ্গে আলাপে রুবেল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় সিইও সুজন (নিজামউদ্দীন চৌধুরী সুজন) ভাই আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে জানান সিঙ্গাপুর গিয়ে আমার চিকিৎসা শুরু করাতে। বোর্ড বিষয়টা দেখবে। বোর্ড এ বিষয়ে পুরোপুরি সচেতন এবং বোর্ডের যা করণীয় তা তারা করবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

শঙ্কার মুখে এবার বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সিরিজ

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটিকে ...


আজ চেন্নাইয়ের বাঁচা–মরার ম্যাচে মুস্তাফিজ-পাথিরানার বিকল্প হবেন যারা

আজ চেন্নাইয়ের বাঁচা–মরার ম্যাচে মুস্তাফিজ-পাথিরানার বিকল্প হবেন যারা

বাংলাদেশি ওয়েজেস প্যাকার মুস্তাফিজুর রহমান অনেক আগেই আইপিএলের দল চেন্নাই কিংস ছেড়েছেন। দলির বাজার হাতিরানও ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

এবছর আর্জেন্টিনার না, টুর্নামেন্টে যোগ দিচ্ছে জাপান

বঙ্গবন্ধু কাবাডি কাপের চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মে। গতবারের আলোচিত দেশ এবারে আর্জেন্টিনা ...



রে