| ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অবশেষে প্রশ্ন ফাঁসের ‘আসল’তথ্য দিল ডিবি

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৯:০৮:৪৫
অবশেষে প্রশ্ন ফাঁসের ‘আসল’তথ্য দিল ডিবি

তিনি বলেন, ‘আটকরা মেসেঞ্জার, হোয়াটসআপ, ইমোসহ বিভিন্ন অ্যাপসে বিষয়ভিত্তিকভাবে আলাদা আলাদা বেশ কয়েকটি গ্রুপ খুলেছে। সেখানে অনেক এসএসসি স্টুডেন্ট যুক্ত করে ফেক প্রশ্নের অসংখ্য সেট ছেড়ে দেয়।’

আব্দুল বাতেন বলেন, ‘পরীক্ষার দিন সকালে যখন পরীক্ষার প্রশ্নপত্র জেলা প্রশাসকের কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হয়, তার আগে আসল প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, তখন প্রশ্নপত্র বান্ডিল করা অবস্থায় থাকে। কেন্দ্রে যাওয়ার পর বান্ডিল খুলে তা রুমে রুমে পাঠানো হয়। সে সময় মানে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা থেকে ৪০ মিনিট আগে আসল প্রশ্নের সেটগুলো ফাঁস করা হয়।’

প্রশ্ন ফাঁস চক্রের রয়েছে বিশাল চেইনডিবির এই কর্মকর্তা বলেন, প্রশ্ন যখন কেন্দ্র থেকে পরীক্ষা কক্ষে যায় ওই সময়টাতে কেউ এর ছবি তুলে আসামিদের পাঠায়। এই সময়টা পরীক্ষার ৩০-৪০ মিনিট আগে। তৃণমূল পর্যায় থেকে অর্থাৎ পরীক্ষার কেন্দ্র থেকে কারা প্রশ্নের ছবি তুলে ফাঁস করছে, কারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের কাছে যাওয়া খুব কঠিন। কারণ, এই চক্রের বিশাল একটি চেইন আছে। যেটা ধরে এগোতে গেলে মূল চক্র পর্যন্ত পৌঁছাতে ৬ মাস লেগে যাবে।

আটকরা যাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করছে সুনির্দিষ্টভাবে কারো নাম-পরিচয় পাওয়া গেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা শত শত হাজার হাজার চেইন। কখনও চট্টগ্রাম থেকে প্রশ্ন পাঠানো হয়, কখনও আরেক জেলা থেকে। তাদের সনাক্ত করা কঠিন।’

ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস করতো তিন ভাইপ্রশ্ন ফাঁস চক্রের যে ১৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ, তাদের মধ্যে আমান উল্লাহ, আহসান উল্লাহ এবং বরকত উল্লাহ আপন তিন ভাই বলে জানিয়েছেন আব্দুল বাতেন।

তিনি বলেন, এই তিন ভাই প্রতিদিন ফেসবুকে ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস করতো। তাদের মধ্যে আহসান সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী।

মোবাইল বন্ধ রাখলেই প্রশ্ন ফাঁস রোধ সম্ভবপরীক্ষা কেন্দ্রগুলোর পিয়ন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার মোবাইল ফোন বন্ধ রাখলে প্রশ্ন ফাঁস রোধ সম্ভব বলে জানান ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, শুধু শিক্ষার্থী নয়, পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিটি কর্মকর্তার মোবাইল ফোন ব্যবহার বন্ধ করলে সুফল পাওয়া যেতে পারে।

প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় শিক্ষা বোর্ড কিংবা মন্ত্রণালয়ের কারও সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

এরআগে শনিবার রাজধানী ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৪ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

আটকরা হলেন- মো. রাহাত ইসলাম, মো. সালাহউদ্দিন, মো. সুজন, মো. জাহিদ হোসেন, সুফল রায় শাওন, মো. আল আমিন, মো. সাইদুল ইসলাম, মো. আবির ইসলাম নোমান, মো. আমান উল্লাহ, মো. বরকত উল্লাহ, আহসান উল্লাহ, মো. শাহাদাত হোসেন, ফাহিম ইসলাম ও তাহসিব রহমান।

তাদের কাছ থেকে প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ল্যাপটপ, ২৩টি মোবাইল সেট ও নগদ ২ লাখ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বৃষ্টির কারণে না হতে পারে ব্যাঙ্গালোর ও চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ, কোয়ালিফাই করবে কোন টিম

বৃষ্টির কারণে না হতে পারে ব্যাঙ্গালোর ও চেন্নাই হাইভোল্টেজ ম্যাচ, কোয়ালিফাই করবে কোন টিম

যদি বৃষ্টির জন্য না হয় সিএসকে আরসিবির ম্যাচ তাহলে কীভাবে হবে, প্লে অফের সব থেকে ...

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করল আইসিসি, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ। স্বাগতিক দেশের বিপক্ষে এই ...

ফুটবল

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও ...

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকা প্রকাশ, শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকা প্রকাশ, শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়

আবারও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে। চতুর্থবারের মতো সর্বোচ্চ ...



রে