| ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ম্যাচসেরা হয়েও যে কারণে নিজের কাছে অপরাধী তামিম

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৮ জানুয়ারি ২৩ ২৩:০৮:৩৩
ম্যাচসেরা হয়েও যে কারণে নিজের কাছে অপরাধী তামিম

মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে মিরপুরে জিম্বাবুয়েকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারানোর পর ম্যাচসেরা তামিম নিজের কাঁধে দায় তুলে নিয়ে বললেন, ‘এই (২১৬ রান) অবস্থার কারণ, আমি নিজেকে দায় দেবো। কারণ আমি তখন ১০০টা (আসলে ১০৫) বল খেলে ফেলেছিলাম ওই সময়ে। তো সিনিয়র হিসেবে তখন আমার দায়িত্ব ছিল কমপক্ষে ৪৫ ওভার পর্যন্ত খেলে আসা। আসলে যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্যই ওই উইকেটে গিয়ে ব্যাট করাটা সত্যিই খুব কঠিন। আপনারা যদি ক্রেমারের বল দেখেন, একটা স্পিন করছে, আরেকটা সোজা চলে যাচ্ছে। সব মিলিয়ে খুব কঠিন ছিলো তাকে মোকাবেলা করা।’

এদিন তামিম যখন আউট হন তখন ইনিংসে বাকি ছিলো ১২ ওভার। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তামিম। এ অবস্থা থেকে হরহামেশাই দলগুলো লড়াকু স্কোর করতে পারে। সেটাই দেখা যায়। তবে এদিনের পরিস্থিতি ছিলো ভিন্ন। উইকেটে ছিলেন না কোন সেট ব্যাটসম্যান। আর নতুন ব্যাটসম্যানদের জন্য কাজটা বেশ কঠিন। তার উপর আউটের ধরনটাও ছিলো দৃষ্টিকটু। এগিয়ে গিয়ে ছক্কা হাঁকাতে গিয়েই সাজঘরমুখী হয়েছেন তিনি। আর তাই এমনভাবে আউট হওয়ার পর আক্ষেপই ঝরেছে তামিমের কণ্ঠে, ‘সে সময় আমি অনেকক্ষণ চাচ্ছিলাম যে একটু আক্রমণাত্মক খেলি। আর আমি যে সময়ে মারতে গিয়ে আউট হলাম ওটা আসলে সঠিক সময় ছিলো না বলে আমার মনে হয়। আরও পাঁচ-ছয়টা ওভার যদি আমি জুটি গড়ে যদি তারপর আক্রমণ করতে যেতাম তাহলে মনে হয় ভালো কিছু হতে পারতো আরও। যদি এরকমটা করতে পারতাম তাহলে হয়তো বা আমরা ২৩০-২৩৫ করতে পারতাম সব মিলিয়ে।’

ভুল সময়ে আউট হয়েছেন তামিম। তাহলে কেন ওই সময়ে আক্রমণ করতে গিয়েছিলেন? যখন সামনে ছিল সেঞ্চুরির হাতছানিও। যেটা বারবার মিস হচ্ছে ইদানিং। ব্যাখ্যাটা নিজেই দিলেন এ ড্যাশিং ওপেনার, ‘ওই সময়ে আক্রমণ করার জন্য ভুল সময় ছিলো। তাছাড়া ও (গ্রায়েম ক্রেমার) লেগ স্পিনার, আমি লেফটি। আমারই সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি অনেকক্ষণ থেকেই তাকে লক্ষ্য করছিলাম। কারণ, তখন আমাদের উইকেটের পর উইকেট পড়ছিলো। রিয়াদ ভাই পড়লেন, মুশফিক পড়লো। তো ভাবছিলাম এই সময়ে যদি আমি ওকে এর উপরে এক দুইটা মেরে দিতে পারি তাহলে ঠিক আছে।’

তবে ২১৬ রান করেও শেষ পর্যন্ত বড় জয় দেখেছে বাংলাদেশ। এমন রান করে কিংবা তার চেয়ে কম করে এটা বাংলাদেশের তৃতীয় জয়। ১০৫ বলে ৭৬ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন তামিম, তবে কৃতিত্ব কম ছিলো না সাকিবেরও। ৫১ রানের ইনিংস খেলেছেন। এরপর বল হাতেও নিয়েছেন ৩টি উইকেট।

ক্রিকেট

মাঠে নামতে প্রস্তুত গেইল

মাঠে নামতে প্রস্তুত গেইল

ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ...

মুস্তাফিজকে রিটেইন করবে না চেন্নাই! ভরসা রাখছে পাথিরানার উপরেই

মুস্তাফিজকে রিটেইন করবে না চেন্নাই! ভরসা রাখছে পাথিরানার উপরেই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো আসর কাটালেও পরের আসরে মুস্তাফিজুর রহমানকে রিটেন করছে না চেন্নাই ...

ফুটবল

কোপা আমেরিকা শুরুর আগে নতুন করে ইনজুরি নিয়ে বড় ধাক্কা খেল ব্রাজিল

কোপা আমেরিকা শুরুর আগে নতুন করে ইনজুরি নিয়ে বড় ধাক্কা খেল ব্রাজিল

এবারের কোপা আমেরিকা দিয়ে উন্নতি করতে চায় ব্রাজিল। কিন্তু ঐতিহ্যবাহী টুর্নামেন্ট মাঠে নামার আগেই প্রবল ...

ব্রেকিং নিউজ ; তিন বড় চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

ব্রেকিং নিউজ ; তিন বড় চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা লড়বে ইকুয়েডর ও গুয়াতেমালার ...



রে