ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

৮০ মিনিটের খেলা শেষ,আঘাত পেয়ে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী, (LIVE UPDATE)

২০২৫ নভেম্বর ১৩ ২১:৪৬:১৭

৮০ মিনিটের খেলা শেষ,আঘাত পেয়ে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী, (LIVE UPDATE)

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে খেলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

৮০ মিনিট পর্যন্ত খেলা শেষে স্কোরলাইন এখন — বাংলাদেশ ২ – ১ নেপাল।প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল করে এগিয়ে আছে লাল–সবুজরা।

বাংলাদেশের পাল্টা জবাব: রাকিব ও হামজার জোড়া আঘাত

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলে যায় ম্যাচের চিত্র।৫৩ মিনিটে রাকিব হোসেনের হেডে সমতা আনে বাংলাদেশ, আর ৬০ মিনিটে হামজা চৌধুরীর চমৎকার ফ্রি–কিক গোল বাংলাদেশকে ২–১ ব্যবধানে এগিয়ে দেয়।এর পর থেকেই খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে।

বাংলাদেশের আধিপত্য

শেষ ১০ মিনিট বাকি থাকতে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস স্পষ্ট।মাঝমাঠে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী দারুণভাবে খেলা নিয়ন্ত্রণ করছেন।শমিত সোম ও ফয়সাল আহমেদ ফাহিম দারুণ গতি এনে নেপালের রক্ষণে চাপ বজায় রেখেছেন।কোচ জেভিয়ার কাবরেরা ক্রমাগত নির্দেশ দিচ্ছেন লিড ধরে রাখতে এবং খেলা শান্তভাবে শেষ করতে।

নেপালের পাল্টা আক্রমণের চেষ্টা

নেপাল এখন সর্বশক্তি দিয়ে সমতা ফেরানোর চেষ্টায় ব্যস্ত।তাদের কোচ হরি খাড়কা আক্রমণে নতুন খেলোয়াড় নামিয়েছেন।তবে বাংলাদেশের রক্ষণভাগে তারিক কাজী ও সাদ উদ্দিন দৃঢ়ভাবে প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ